রংপুরের মিঠাপুকুরে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের কোয়ার্টারগুলো ভুতুড়ে বাড়িতে পরিণত

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি : রংপুরের মিঠাপুকুরে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের জন্য নির্মিত কোয়ার্টারগুলো (বিএস কোয়ার্টার) ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে। দুই যুগের বেশি সময় ধরে সংস্কার না করায় উপজেলার ১৩টি কোয়ার্টারের মধ্যে ১১টি বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে বলে জানা গেছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের (সাবেক ব্লক সুপারভাইজার) বসবাসের জন্য ১৯৮০ থেকে ১৯৮৮ সালের মধ্যে ইউনিয়ন পর্যায়ে ১৩টি বাসা (বিএস কোয়ার্টার নামে পরিচিত) নির্মাণ করা হয়। কিন্তু দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে এসব বাসা বা বিএস কোয়ার্টার সংস্কার না করায় বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে বলে জানিয়েছেন একাধিক কর্মকর্তা।
পায়রাবন্দ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শাহাদত হোসেন জানান, বিএস কোয়ার্টারটি ইউনিয়ন পরিষদের জায়গায় নির্মাণ করা হয়েছে। সংস্কার না করায় তা ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উচ্চমান সহকারী খয়বার হোসেন জানান, উপজেলার ১৩টি বিএস কোয়ার্টারের মধ্যে শুধুমাত্র দুর্গাপুর ইউনিয়নের কোয়ার্টার দু’টি ভাল আছে। গোপীনাথপুর ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা রনজিৎ রায় জানান, তিনি ভাড়া বাসায় থাকেন। গোপালপুর ইউনিয়ন পরিষদের জমিতে নির্মিত বিএস কোয়ার্টারটি পরিত্যক্ত অবস্থায় আছে।
আরও পড়ুনউপজেলা কৃষক সমিতির নেতা রমজান আলী বলেন, বাংলাদেশ কৃষি অর্থনীতি নির্ভর দেশ। অথচ মাঠ পর্যায়ে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের জন্য নির্মিত কোয়ার্টারগুলো সংস্কারের কোন উদ্যোগ নেওয়া হয় না। এটা দুঃখজনক। এ প্রসঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সাইফুল আবেদীন বলেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের জরাজীর্ণ বাসাগুলো মেরামত ও নতুন বাসা নির্মাণের জন্য প্রতি মাসে চিঠি দেওয়া হয়।
মন্তব্য করুন