ইবিএল প্রায়োরিটি গ্রাহকদের এক্সক্লুসিভ সুবিধা দিবে মোহাম্মদ অ্যান্ড সন্স

ক্যাপশন: খ্যাতনামা বিলাসবহুল ব্র্যান্ড মোহাম্মদ অ্যান্ড সন্স ইস্টার্ন ব্যাংক (ইবিএল) প্রায়োরিটি গ্রাহকদের বিশেষ সুবিধা প্রদান করবে। সম্প্রতি ঢাকায় ইবিএল প্রধান কার্যালয়ে এতদসংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেন ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক ও রিটেইল এবং এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার এবং মোহাম্মদ অ্যান্ড সন্সের মহাব্যবস্থাপক সায়েদ রহমান । ইবিএল লাইয়াবিলিটি অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট প্রধান সারমিন আতিক, প্রায়োরিটি অ্যান্ড উইমেন ব্যাংকিং প্রধান, তানজেরি হক, রিটেইল অ্যালায়েন্স প্রধান ফারজানা কাদের; এবং মোহাম্মদ অ্যান্ড সন্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক- অপারেশন্স আরাফাত উল হাসান ও ব্যবস্থাপক- বুটিক, সালমান হাসান এ সময় উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
মন্তব্য করুন