ভিডিও বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

নিউজ ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট, ২০২৫, ০৭:৪২ বিকাল

এনসিসি ব্যাংক পিএলসিতে “লিডারশীপ ডেভেলপমেন্ট এন্ড টিম বিল্ডিং” শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত

এনসিসি ব্যাংকের কর্মকর্তাদের জন্য “লিডারশীপ ডেভেলপমেন্ট এন্ড টিম বিল্ডিং” শীর্ষক ০৪ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচী সম্প্রতি ব্যাংকের লার্নিং এন্ড ডেভেলপমেন্ট সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান মোঃ নূরুন নেওয়াজ সেলিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচীর উদ্বোধন করেন। এসময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আলম,  হেড অব হিউম্যান রিসোর্সেস ডিভিশন রিশাদ হোসেন এবং লার্নিং এন্ড ডেভেলপমেন্ট সেন্টারের কনসালটেন্ট মোঃ আবদুর রহিম উপস্থিত ছিলেন। মোট ৩৭ জন বাছাইকৃত কর্মকর্তা যাদেরকে আগামী সময়ে বিভিন্ন নেতৃত্বস্থানীয় দায়িত্ব দেওয়া হবে এই প্রশিক্ষণ কর্মসূচীতে অংশগ্রহণ করেন।

চেয়ারম্যান মোঃ নূরন নেওয়াজ সেলিম বলেন, “বর্তমান যুগ তথ্যপ্রযুক্তি ও জ্ঞানের যুগ। ব্যাংকিং খাত প্রতিনিয়ত পরিবর্তন ও উন্নয়নের মধ্য দিয়ে যাচ্ছে। এই প্রতিযোগিতামূলক পরিবেশে একজন ব্যাংক কর্মকর্তাকে শুধু মৌলিক জ্ঞানেই দক্ষ হলেই হবে না, বরং তাকে হতে হবে উদ্ভাবনী ধীশক্তি সম্পন্ন, পরিশ্রমী এবং নৈতিকতা চর্চার উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি বলেন, কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের মেধা ও মননের সর্বোত্তম বিকাশ ঘটিয়ে একজন ব্যাংকারের নের্তৃত্বের শীর্ষে পৌঁছানো সম্ভব। সততা, নিষ্ঠা, কঠোর পরিশ্রম ও দায়িত্ববোধ এই চারটি গুণাবলীর সমন্বয়ে নিজেকে তৈরী করে আগামী দিনে ব্যাংকের তথা ব্যাংকিং সেক্টরের নেতৃত্ব কাঁধে নেয়ার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন বলেন, ব্যাংকিং খাতে কাজ করতে হলে শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয় বরং বাস্তব পরিস্থিতি বিবেচনা ও বিশ্লেষণের ক্ষমতাও থাকতে হবে। তিনি আরও বলেন, “আমরা এমন একটি সংস্কৃতি গড়ে তুলতে চাই, যেখানে প্রতিটি কর্মকর্তা গ্রাহকদের প্রয়োজনকে অনুধাবন করতে পারবে এবং গ্রাহকদের সর্বোচ্চ সন্তোষ্টি নিশ্চিত করতে সক্ষম হবে। এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা শুধু নিয়ম-কানুন জানা নয় বরং আন্তরিকতা ও দায়িত্ববোধ নিয়ে গ্রাহক সেবা প্রদানের মাধ্যমে দীর্ঘ মেয়াদী গ্রাহক সম্পর্ক তৈরীর ক্ষেত্রে বিশেষ গুণাবলী বিকাশের মাধ্যমে ‘সার্ভিস লিডার’ হিসেবে তৈরী হবে। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের সিংড়ায় হাঁটু পানি মাড়িয়ে শিশুদের স্কুলে যাতায়াত

কুড়িগ্রামের রাজারহাটে জুয়ার সরঞ্জামাদিসহ ৬ জুয়াড়িকে গ্রেফতার

নওগাঁর ধামইরহাট সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের অপরাধে আটক ২

বৃহস্পতিবার সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয় ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা শিক্ষার্থীদের

বগুড়ার ধুনটে যমুনার চরের ঘাসে বেচে শতাধিক পরিবারের সংসার চলে

বগুড়ার শাজাহানপুরে বেলজিয়াম কাঠের ছায়াযুক্ত বাগানে ২ হাজার বস্তা আদা চাষ