ভিডিও বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

চীনের সামরিক কুচকাওয়াজে যোগ দেবেন কিম-পুতিন

চীনের সামরিক কুচকাওয়াজে যোগ দেবেন কিম-পুতিন, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : চীনের সামরিক কুচকাওয়াজে যোগ দিতে আগামী সপ্তাহে বেইজিং যাচ্ছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও এতে অংশ নেবেন বলে বৃহস্পতিবার (২৮ আগস্ট) নিশ্চিত করেছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। 

দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আনুষ্ঠানিক আত্মসমর্পণ ও যুদ্ধের অবসানের ৮০ বছর পূর্তি উদযাপনের জন্য ৩ সেপ্টেম্বর আয়োজিত হবে ‘ভিক্টরি ডে’ কুচকাওয়াজ। বিশ্লেষকদের মতে, চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের জন্য এই আয়োজন একটি বড় কূটনৈতিক সাফল্য, যিনি বেইজিংয়ের নেতৃত্বাধীন নতুন বৈশ্বিক ব্যবস্থার পক্ষে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পুতিন ও কিমসহ ২৬ জন রাষ্ট্রপ্রধান এই কুচকাওয়াজে যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে। চীন এসময় শতাধিক যুদ্ধবিমান, ট্যাংক, ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা এবং নতুন সামরিক কাঠামোর সক্ষমতা প্রদর্শন করবে। ৭০ মিনিটব্যাপী এই অত্যন্ত সাজানো-গোছানো কুচকাওয়াজে ৪৫টি সামরিক ইউনিটের সেনা এবং যুদ্ধে অংশ নেওয়া প্রবীণ সাবেক যোদ্ধা তিয়ানআনমেন স্কোয়ার দিয়ে প্যারেড করবেন। এসময় শি জিনপিং সরাসরি কুচকাওয়াজ পর্যবেক্ষণ করবেন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে উত্তর কোরিয়ার সঙ্গে দীর্ঘদিনের ‘ঐতিহ্যবাহী বন্ধুত্বের’ প্রশংসা করেছে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।

আরও পড়ুন

১৯৫৯ সালের পর এই প্রথম উত্তর কোরিয়ার কোনও নেতা বেইজিংয়ের সামরিক কুচকাওয়াজে অংশ নেবেন। ২০১৫ সালের শেষ ভিক্টরি ডে কুচকাওয়াজে উত্তর কোরিয়া শুধুমাত্র শীর্ষ কর্মকর্তা চো রিয়ং-হে-কে পাঠিয়েছিল। ২০১৯ সালে কিম দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৭০ বছর পূর্তির অনুষ্ঠানে যোগ দিতে সর্বশেষ বেইজিং সফর করেছিলেন। ২০১৮ সালে তিনি তিনবার বেইজিং যান। খবর : বিবিসি 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চতুর্থ বিভাগের দলের কাছে হেরে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন ইউনাইটেড কোচ

ঈদে মিলাদুন্নবীর ছুটির তারিখ পরিবর্তন

মুন্সীগঞ্জে পুলিশ ক্যাম্পে হামলার মূলহোতা গ্রেপ্তার

রংপুরে র‌্যাবের পৃথক অভিযানে হত্যা মামলার প্রধান আসামিসহ ৫ জন গ্রেফতার

স্টার নাইটে অতিথি অপি করিম

সূর্যমুখী তেল কি আপনার জন্য ক্ষতিকর?