ভিডিও বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

রংপুরে র‌্যাবের পৃথক অভিযানে হত্যা মামলার প্রধান আসামিসহ ৫ জন গ্রেফতার

ছবি : সংগৃহীত,রংপুরে র‌্যাবের পৃথক অভিযানে হত্যা মামলার প্রধান আসামিসহ ৫ জন গ্রেফতার

রংপুর জেলা প্রতিনিধি : র‌্যাবের পৃথক যৌথ অভিযানে রংপুরের চাঞ্চল্যকর মাসুদার হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামিসহ মোট ৫ জন পলাতক আসামি গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব ১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী। 

র‌্যাব জানায়, জমিজমা সংক্রান্ত বিষয়ে ভিকটিম ও আসামিদের পরিবারের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিলো। গত ১৮ জুলাই বিকেলে ভিকটিম মাসুদার রহমান তার দখলি জমিতে গিয়ে দেখেন আসামিগণ উক্ত জমিতে ঘর নির্মানের কাজ করছে। তাৎক্ষনিক ভিকটিম আসামিদের ঘর নির্মানে বাধা প্রদান করলে আসামিগণ ভিকটিমকে এলোপাতাড়ি মারধর করে এবং হাসুয়া দ্বারা ভিকটিমের ঘাড়ের উপর কোপ মেরে গুরুতর রক্তাক্ত জখম করে। পরবর্তীতে ভিকটিমকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষনা করেন। ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের বড় ভাই বাদী হয়ে রংপুর জেলার কাউনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বিষয়টি নিয়ে প্রিন্ট, ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়া এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। 

আরও পড়ুন

র‌্যাব ১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, র‌্যাব-১৩, রংপুর এবং র‌্যাব-১ গাজীপুর ক্যাম্পের যৌথ আভিযানিক দল গত বুধবার দিনভর জিএমপি, গাজীপুর জেলার কালিয়াকৈর থানার হরতকিতলা সাকিনস্থ চন্দ্রা টু নবীনগর এবং চন্দ্রা ফ্লাইওভার এলাকায় পৃথক ৩টি যৌথ অভিযান পরিচালনা করে এজাহারনামীয় আসামি মোঃ আব্দুল লতিফ মিয়া (৬৫), মোছাঃ লাইলী বেগম (২৮), মোঃ শহিদুল ইসলাম (২৬), ও মোঃ হাকিম আলীকে (২৮) গ্রেফতার করে। পৃথক আরও একটি অভিযানে র‌্যাব-১৩  রংপুর এবং র‌্যাব-৬ খুলনা ক্যাম্পের যৌথ আভিযানিক দল গত বুধবার রাতে বাগেরহাট সদর মডেল থানার ভিভিআইপি মোড় সংলগ্ন যৌথ অভিযান পরিচালনা করে মোঃ সাইফুল ইসলামকে (৩৫) গ্রেফতার করে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সোনাতলায় বালুয়া ইউপি’র প্যানেল চেয়ারম্যানের অপসারনের দাবি 

চাঁপাইনবাবগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে  খাবার প্রস্তুত, সংরক্ষণ ও পরিবেশনের  দায়ে ২টি রেস্তোরাঁর অর্থদন্ড

যারা নির্বাচন বয়কটের চেষ্টা করবে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে : মির্জা ফখরুল

নওগাঁর বদলগাছীতে তরকারি রান্নার স্বাদ না হওয়ায় জীবন দিতে হলো স্ত্রীকে

দেবীগঞ্জে যৌথবাহিনীর অভিযানে  অনলাইন জুয়া চক্রের দুই  সদস্য আটক

জুলাই সনদের আগে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল : এনসিপি