দিনাজপুরের বিরলে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে সবাদ আলী (৭৮) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (২৪ আগস্ট) সকালে তার লাশ উদ্ধার করা হয়। তিনি উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম মাধববাটি গ্রামের মৃত সেরাজ উদ্দিনের ছেলে।
নিহতের ছেলে শাহিনুর ইসলাম জানান, তার বাবা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন। যন্ত্রণা সহ্য করতে পারতেন না। স্থানীয় ডাক্তার ও কবিরাজ দিয়ে চিকিৎসা করেও কোন উন্নতি হচ্ছিল না। তাই মানসিকভাবে ভেঙে পড়ে প্রায়শই মরে যাওয়ার কথা বলতেন।
পরে আজ রোববার (২৪ আগস্ট) সকালে শয়ন ঘরের তীরের সাথে গলায় রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় সবাদ আলীর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পরিবারের লোকজন থানায় সংবাদ দেন। পুলিশ সংবাদ পেয়ে লাশ উদ্ধারপূর্বক সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন।
আরও পড়ুনবিরল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন