ভিডিও সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

নাটোরের সিংড়ায় চিঠি লিখে রেখে যুবকের আত্মহত্যা

নাটোরের সিংড়ায় চিঠি লিখে রেখে যুবকের আত্মহত্যা

সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলায় ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস কোম্পানির এক মেডিকেল প্রমোশন অফিসার (এমপিও) রিপন কুমার মোদক (২৪) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আজ রোববার (২৪ আগস্ট) সিংড়া পৌর শহরের কাঁটাপুকুরিয়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

জানা যায়, দুপুরে রিপনের সহকর্মীরা এসে ডাকাডাকি করেও তার কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে ঘরের দরজা ভেঙে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। মরদেহের পাশে একটি চিঠি পাওয়া যায়, যেখানে ব্যক্তিগত হতাশার কথা উল্লেখ রয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

সহকর্মীদের সূত্রে জানা যায়, রিপন রংপুরের পীরগাছা উপজেলার দেউতি গ্রামের সুবলচন্দ্র মোদকের ছেলে। তিন মাস আগে তিনি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে এমপিও হিসেবে যোগদান করে নাটোরের সিংড়ায় কর্মরত ছিলেন। গত আড়াই বছর ধরে এক নার্সিং শিক্ষার্থীর সাথে প্রেমের সম্পর্কে ছিলেন তিনি। সম্প্রতি মেয়েটির বিয়ে হয়ে যাওয়ায় রিপন মানসিকভাবে ভেঙে পড়েন। এই হতাশা থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে ধারণা তাদের।

আরও পড়ুন

পুলিশ জানিয়েছে, এটি একটি আত্মহত্যা বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট এবং অন্যান্য দিক খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোটেল ওয়েস্টিন থেকে মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার

চীন থেকে দেশে ফিরেই নুরের খোঁজ নিতে ঢামেকে নাহিদ-সারজিস

নাটোরের সিংড়ায় চিঠি লিখে রেখে যুবকের আত্মহত্যা

গাইবান্ধার পলাশবাড়ীতে অচেনা প্রাণির আক্রমণে ১১ জন আহত

ঠাকুরগাঁওয়ে মায়ের অভিযোগে সন্তানের লাশ কবর থেকে উত্তোলন

দেশকে স্থিতিশীল ও স্বচ্ছ নির্বাচনের পথে এগিয়ে নিতে নারীর সক্রিয়তা অপরিহার্য- মাহমুদা হাবিবা