ভিডিও সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ায় দুপচাঁচিয়ায় অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার

বগুড়ায় দুপচাঁচিয়ায় অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া থানা পুলিশ গতকাল শনিবার রাতে এক অপহৃত স্কুলছাত্রী (১৫)কে ১ মাস ২২ দিন পর উদ্ধারসহ অপহরণকারী এক কিশোরকে (১৭) গ্রেফতার করেছে। থানা সূত্রে জানা গেছে, উপজেলার গুনাহার ইউনিয়নের বেলহট্রি গ্রামের দশম শ্রেণীর ছাত্রী (১৫) স্কুলে যাতায়াতের সময় ওই কিশোর উত্ত্যক্তসহ প্রেমের প্রস্তাব দেয়, এবং বিভিন্ন লোভ লালসা ও প্রলোভন দেখায়। স্কুলছাত্রী তার প্রেমের প্রস্তাবে কর্ণপাত না করে বিষয়টি তার পরিবারকে জানায়।

গত ৮ জুলাই মঙ্গলবার সকালে ওই ছাত্রী প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। সে বেলহট্রি বাজার এলাকায় পৌছলে পূর্ব থেকে ওৎপেতে থাকা ওই কিশোর তার কয়েকজন সহযোগীসহ সিএনজি দিয়ে তার পথ রোধ করে এবং ছাত্রীকে জোরপূর্বক সিএনজিতে উঠিয়ে অপহরণ করে নিয়ে যায়। এদিকে স্কুল ছাত্রী সন্ধ্যায় বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করে।

এক পর্যায়ে ওই কিশোর তাকে অপহরণ করে নিয়ে গেছে স্থানীয় লোকমুখে জানতে পেরে সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজ ও উদ্ধারের চেষ্টা করতে থাকে। এ ব্যাপারে  ছাত্রীর  বাবা বাদি হয়ে আদালতে অপহরণ মামলা দায়ের করেন। আদালত মামলাটি নিয়মিত গ্রহণের জন্য নথিপত্র দুপচাঁচিয়া থানায় প্রেরন করেন। গত ৩ আগষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের হয়।

আরও পড়ুন

মামলা তদন্তকারী অফিসার বিভিন্ন তথ্য প্রযুক্তি ব্যবহার করে ১ মাস ২২দিন পর গতকাল শনিবার রাতে গাইবান্ধা জেলার সাঘাটা থানার পাঠান পাড়া এলাকার একটি বাড়ি থেকে ওই কিশোরকে গ্রেফতারসহ তার হেফাজত থেকে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করেন।

থানার অফিসার ফরিদুল ইসলাম জানান, আজ রোববার (২৪ আগস্ট) অপহৃতাকে ডাক্তারি পরীক্ষার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং গ্রেফতারকৃত আসামিকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের সিংড়ায় চিঠি লিখে রেখে যুবকের আত্মহত্যা

গাইবান্ধার পলাশবাড়ীতে অচেনা প্রাণির আক্রমণে ১১ জন আহত

ঠাকুরগাঁওয়ে মায়ের অভিযোগে সন্তানের লাশ কবর থেকে উত্তোলন

দেশকে স্থিতিশীল ও স্বচ্ছ নির্বাচনের পথে এগিয়ে নিতে নারীর সক্রিয়তা অপরিহার্য- মাহমুদা হাবিবা

বগুড়ার সোনাতলা থানার ওসি প্রত্যাহার

নওগাঁর মান্দায় বৃদ্ধ তফের মণ্ডলের পাশে বিএনপি নেতা