এবার বাকৃবিতে শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার ঘটনা ঘটেছে।
আজ রোববার (৩১ আগস্ট) রাত ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় প্রশাসনের আলোচনার সময় অতর্কিত হামলা চালায়। পরে বাকৃবির সব হলের শিক্ষার্থীরা নেমে আসেন।
জানা যায়, রোববার দুপুর থেকে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এতে উপাচার্যসহ প্রায় আড়াই শ শিক্ষক অবরুদ্ধ হয়ে পড়েন।
আরও পড়ুনপরে রাত ৮টার দিকে ওই হামলার পর বের হয়ে যান সব শিক্ষক। হামলার ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।
মন্তব্য করুন