বগুড়ার শাজাহানপুরে ট্যাপেন্টাডলসহ কারবারি রবিউল ইসলাম গ্রেফতার

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রবিউল ইসলাম (২৮) নামে এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে শাজাহানপুর উপজেলার সাজাপুর পন্ডিতপাড়া গ্রামের ইসমাইল প্রামাণিকের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত রবিউল ইসলামের বিরুদ্ধে ইতোপূর্বে মাদক, নারী ও শিশু নির্যাতনসহ কয়েকটি মামলা রয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত পৌঁনে ১১টার দিকে শাজাহানপুর উপজেলার সাজাপুর গ্রামের পদ্মপুকুর এলাকায় পাকা রাস্তার উপর থেকে রবিউল ইসলামকে (৩০) পিস ট্যাপেন্টাডল (মাদক দ্রব্য)সহ গ্রেফতার করা হয়। শাহজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত রবিউল ইসলামের বিরুদ্ধে মাদক আইনে মামলা রেকর্ড করে আদালতে সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুনমন্তব্য করুন