ভিডিও সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

হল ছাড়ছেন বাকৃবির শিক্ষার্থীরা

হল ছাড়ছেন বাকৃবির শিক্ষার্থীরা, ছবি: সংগৃহীত।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক হল ছাড়ছেন শিক্ষার্থীরা। সোমবার (১ সেপ্টেম্বর) সকাল থেকেই হল ত্যাগ করে বাড়ির উদ্দেশে বের হতে দেখা যায় তাদের। অনেক শিক্ষার্থীর অভিভাবকরা এসে তাদের নিয়ে গেছেন। তবে হঠাৎ করে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা এবং হলত্যাগের নির্দেশের কারণে বিপাকে পড়ার কথা জানান দূরের শিক্ষার্থীরা।

রবিবার (৩১ আগস্ট) রাতে পশুপালন ও পশু চিকিৎসা বিভাগকে কম্বাইন্ড ডিগ্রি করার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগতরা এসে হামলা চালায়। এ ঘটনায় সাংবাদিকসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। এরপর ক্ষুব্ধ শিক্ষার্থীরা মশাল মিছিল নিয়ে ভিসির বাসভবন, প্রক্টর অফিস ভাঙচুর করে। উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাতেই কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা এবং সোমবার সকাল ৯টার মধ্যে শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ দেয়। কম্বাইন্ড ডিগ্রির দাবিতে গেলো এক মাস ধরে শিক্ষার্থীরা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। রবিবার দুপুরে বাকৃবির শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে শিক্ষক অ্যাকাডেমিক কাউন্সিল সভা হয়। সভায় শিক্ষার্থীদের পক্ষে ঘোষণা না আসায় আন্দোলনরত শিক্ষার্থীরা মিলনায়তনে তালা দিয়ে ভিসিসহ আড়াইশ শিক্ষককে অবরুদ্ধ করে রাখেন। পরে রাত ৮টার দিকে বহিরাগতরা এসে হামলা চালিয়ে তালা ভেঙে ভিসিসহ অবরুদ্ধ শিক্ষকদের বের করে দেয়।

আরও পড়ুন

বাকৃবির প্রক্টর অধ্যাপক ড. আলিমুজ্জামান জানান, উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ দেয়। সোমবার সকাল থেকেই শিক্ষার্থীরা হল ছেড়ে বাড়িঘরে ফিরে যাচ্ছেন। ক্যাম্পাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন শান্ত আছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস

নিরাপত্তা ঝুঁকিতে নুর, বিদেশে চিকিৎসার দাবি রাশেদ খানের

আফগানিস্তানে ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫০০

বহুদলীয় গণতন্ত্রের সঙ্গে রাজনীতি ও অর্থনীতিতে মৌলিক পরিবর্তন এনেছিল বিএনপি: মির্জা ফখরুল

মব সংস্কৃতির অবসান ঘটাতে হবে : তারেক রহমান

নাটোরের নলডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের