ভিডিও শনিবার, ১০ মে ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন নিজ হেফাজতে রাখা মামলায় যুবকের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন নিজ হেফাজতে রাখা মামলায় যুবকের যাবজ্জীবন। প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে এক কেজি পাঁচশ’ গ্রাম হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় ফারুক হোসেন (৩৭) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড, সেই সাথে পাঁচ হাজার টাকা অর্থদন্ড অনাদয়ে আরও ছয় মাস কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।

আজ রোববার (২৭ এপ্রিল) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো: মিজানুর রহমান একমাত্র আসামির উপস্থিতিতে এই দন্ডাদেশ ঘোষণা করেন। দন্ডিত ফারুক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর আলাতুলী রোডপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।

মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায় এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী(পিপি) আব্দুল ওয়াদুদ বলেন, ২০২২ সালের ১৯ ডিসেম্বর দিবাগত গভীর রাতে র‌্যাব-৫ ব্যাটালিয়ন, রাজশাহীর অভিযানে নিজ বসতবাড়ি থেকে ১ কেজি ৫০০ গ্রাম হেরোইনসহ  আটক হন ফারুক। এ ঘটনায় ২০ ডিসেম্বর  চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একমাত্র ফারুককে আসামি করে মামলা করেন র‌্যাবের তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান আলী।

আরও পড়ুন

২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি ফারুককে একমাত্র অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা (আইও) এবং সদর থানার তৎকালীন উপ-পরিদর্শক(এসআই) মো: আকতারুজ্জামান। ১১ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানির পর আদালত আজ রোববার (২৭ এপ্রিল) ফারুককে দেষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন এড. মো: জাকির হোসেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শনিবার শাহবাগে গণজমায়েতের ডাক

বগুড়ার সোনাতলায় আ’লীগ নেতা বাবা-ছেলে গ্রেফতার 

জয়পুরহাটের আক্কেলপুরে আওয়ামী লীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার

বগুড়া কাহালুর মুরইল ইউনিয়ন আ‘লীগের সা.সম্পাদক আল আমিন গ্রেফতার

প্রমত্তা করতোয়া এখন মরা খাল!

আ.লীগ নেত্রীর মেয়েকে জুলাইযোদ্ধা অন্তর্ভুক্তির প্রতিবাদ করায় কুপিয়ে জখম