ভিডিও সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

টিকটকার প্রিন্স মামুনের সেলুন কিনলেন অপু বিশ্বাস

টিকটকার প্রিন্স মামুনের সেলুন কিনলেন অপু বিশ্বাস, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার একসময়ের দাপুটে চিত্রনায়িকা অপু বিশ্বাস ব্যস্ত সময় কাটাচ্ছেন ব্যবসা নিয়ে। কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, একটা সময় অর্থাবস্থা খারাপ ছিল এই নায়িকার, এখন সেই সংকট অনেকটাই কেটেছে তার। কিন্তু একসময় ঢালিউডে উচ্চ পারিশ্রমিক পাওয়া এই নায়িকার হাতে বর্তমানে নেই কোনো সিনেমার কাজ। কাজেই নিজের ব্যবসার পরিধিও বড় করছেন অপু বিশ্বাস।

সম্প্রতি আলোচিত টিকটকার প্রিন্স মামুনের ‘প্রিন্স কাট’ সেলুনটি কিনে নিয়েছেন নায়িকা-এমনই খবর কয়েকদিন ধরে শোবিজ পাড়ায় ঘুরে বেড়াচ্ছে। আর এ নিয়ে নেটিজেনদের মাঝে আলোচনাও হয়েছে বিস্তর। শোনা যায়, অপু বিশ্বাস নাকি জোর করে মামুনের সেলুনটি কিনে নিয়েছিলেন।

আরও পড়ুন

এ নিয়ে প্রিন্স মামুন সাংবাদিকদের বলেন, ‘অপু আপুর সঙ্গে এটা নিয়ে কি ডিল হয়েছে, আমরা সব বিস্তারিত পরে জানাব। সেলুনটি এখন অপু আপু পরিচালনা করছেন।’ তবে প্রিন্স মামুনের কাছ থেকে কত টাকায় সেলুনটি কিনেছেন চিত্রনায়িকা, তা জানা যায়নি। এরপর সাংবাদিকদের মুখোমুখি হন অপু বিশ্বাস। এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘যখন কোনো কিছু বিক্রি হয়ে যায়, তখন সেটা তারই হয়ে যায়।’ 
এই সেলুনটি তিনজন পরিচালনা করবেন জানিয়ে অপু বিশ্বাস বলেন, ‘এখানে যারা আছেন, তার মধ্যে আমি (অপু বিশ্বাস), এখানে মাসুদ খান আছেন, এবং কাজী মাহফুজ-এই তিনজন মিলে আমরা সেলুন পরিচালনা করব।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাথাব্যথা কমাতে খেতে পারেন এই স্মুদি

নিখোঁজের একদিন পর শিশুর ভাসমান মরদেহ উদ্ধার

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নওগাঁর রাণীনগরে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত

৯ সেপ্টেম্বরেই হবে ডাকসু নির্বাচন : ঢাবি প্রশাসন