ভিডিও রবিবার, ৩১ আগস্ট ২০২৫

দিনাজপুরের পার্বতীপুরে যৌতুকলোভী স্বামীর পরিবারের নির্যাতনে গৃহবধূ হাসপাতালে

দিনাজপুরের পার্বতীপুরে যৌতুকলোভী স্বামীর পরিবারের নির্যাতনে গৃহবধূ হাসপাতালে। প্রতীকী ছবি

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে যৌতুকলোভী স্বামী ও তার পরিবারের নির্যাতনে গুরুতর আহত গৃহবধূকে পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার শহরের গুলপাড়া মহল্লায়।

জানা যায়, প্রায় আড়াই বছর আগে পার্বতীপুর শহরের গুলপাড়া মহল্লার সাজ্জাদ হোসেনের মেয়ে শিলা খাতুনের সাথে রামপুর ইউনিয়নের বাসুপাড়া গ্রামের মৃত আজাহার আলীর ছেলে গোলাম মোস্তফার বিয়ে হয়। তাদের ঘরে পনের মাস বয়সের মিথি নামে একটি মেয়ে সন্তান আছে। এদিকে বিয়ের পর থেকে দেবর সজীব ও শাশুড়ি মনোয়ারার কুপরামর্শে মোস্তফা তার স্ত্রীর ওপর অন্যায় অত্যাচার ও শারীরিক নির্যাতন চালাতো।

গৃহবধূ শিলা তার সংসার ও সন্তানের কথা চিন্তা করে তাদের অত্যাচার ও নির্যাতন মুখ বুঝে সহ্য করতো।  গতকাল শনিবার বেলা ১১টার দিকে বাবার বাড়ি থেকে যৌতুক বাবদ ৫ লাখ টাকা নিয়ে আসার জন্য গৃহবধূ শিলাকে চাপ দিতে থাকে। কিন্তু শিলা তাদের কথায় রাজি না হওয়ায় স্বামীসহ পরিবারের সকলে মিলে বেদম মারপিটে আহত করে।

আরও পড়ুন

পরে শিলা ঘটনার কথা মোবাইলে তার মা কে জানায়। তার মা পার্বতীপুর মডেল থানায় গিয়ে মামলা করলে পুলিশ গতকাল শনিবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে গৃহবধূ শিলাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার নন্দীগ্রামে যুবলীগ নেতা গ্রেফতার

বগুড়ায় স্ত্রীর কাছে যৌতুক দাবি করায় স্বামীর জেল-জরিমানা

'নির্বাচনের বিকল্প নিয়ে ভাবলে তা হবে জাতির জন্য গভীর বিপজ্জনক'

বগুড়ার শাজাহানপুরে ট্যাপেন্টাডলসহ কারবারি রবিউল ইসলাম গ্রেফতার

আলোচনা ফলপ্রসূ হয়েছে, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন: মির্জা ফখরুল

পাবনায় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু