ভিডিও বুধবার, ০১ জানুয়ারি ২০২৫

প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচন চায় জামায়াত : সৈয়দপুরে ডা. শফিকুর রহমান

প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচন চায় জামায়াত : সৈয়দপুরে ডা. শফিকুর রহমান

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : ভোটার হালনাগাদ ও প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচন চেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাওলানা ডা. শফিকুর রহমান বলেছেন, পৃথিবীর  মানচিত্রে বাংলাদেশ একটি ছোট রাষ্ট্র হলেও পৃথিবীর ষষ্ঠ জনবহুল দেশ বাংলাদেশ।

এখানে আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায় মিলেমিশে বসবাস করছি। তবে একটি অপশক্তি বাংলাদেশকে, সমাজকে ভেঙে টুকরো টুকরো করে। সমাজে বিশৃঙ্খলা  লাগিয়ে সমাজটাকে শোষণ করেছিল। এই অপশক্তিই সর্বশেষ সাড়ে পনেরো বছর ক্ষমতায় ছিল। তারাই সংখ্যাগুরু ও সংখ্যালঘুর মারামারি লাগিয়ে রেখেছিল।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ রোববার (২৯ ডিসেম্বর) রাত আটটায় নীলফামারীর সৈয়দপুর কেন্দ্রীয় বাসটার্মিনালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ষৈয়দপুর উপজেলা শাখা আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

আরও পড়ুন

তিনি আরও বলেন, ১৯৭২ সালের ১০ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত একই কাজ দফায় দফায় তাদের দিয়ে হয়েছে। কিন্তু দুঃখের বিষয় তারা এর দায়ভার বরাবরই এদেশের ইসলামপন্থী জনগণের ওপর ফেলে দেয়। এটি তাদের অভ্যাস। কারণ এই দলটি  যা বলে তা করে না, আর যা করে তা বলে না। এদের চরিত্র হচ্ছে কথার সঙ্গে বিপরীতমুখী।  আবার তারা একটি দেশকে, একটি জাতিকে স্বাধীনতার পক্ষে বিপক্ষে শক্তি বানিয়ে দেশকে জাতিকে বিভক্তি করে রেখেছিল।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী এসিসট্যান্ট সেক্রেটারী ও অঞ্চল পরিচালক(রংপুর-দিনাজপুর) মাওলানা আবদুল হালিম ও নীলফামারী জেলা আমি অধ্যক্ষ মাওলানা আব্দুস্ সাত্তার। পথসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা শাখার আমীর মাওলানা আব্দুল মুনতাকিম।  বাংলাদেশ জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা ও পৌর শাখার সেক্রেটারী যথাক্রমে মো. মাজহারুল ইসলাম  এবং মো. ওয়াজেদ আলী পথসভাটি সঞ্চালনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শেরপুরে ইলেকট্রিক সামগ্রীর দোকানে আগুন

বগুড়া বারের তিন আইনজীবীর মৃত্যুতে ফুলকোর্ট রেভোরেন্স

নাটোরের বড়াইগ্রামে থার্টিফাস্ট পালনকালে ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

গাজীপুরে নিখোঁজের দুই দিন পর শিশুর লাশ উদ্ধার

জবিতে অটোমান সাম্রাজ্যের পতন ও খেলাফতের প্রভাব বিষয়ক সেমিনার আগামীকাল

বগুড়ার শেরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আতিক গ্রেপ্তার