ভিডিও রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪

কুড়িগ্রামের উলিপুরে হামলায় যুবদল নেতা নিহত

কুড়িগ্রামের উলিপুরে হামলায় যুবদল নেতা নিহত। প্রতীকী ছবি

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে হামলার ঘটনায় পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক আশরাফুল আলমের (৩৮) মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৮ ডিসেম্বর) এ ঘটনায় নিহতের পিতা আয়নাল হক (৬২) বাদি হয়ে ২০ জন নামীয় ও অজ্ঞাত ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করে উলিপুর থানায় মামলা দায়ের করেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় উলিপুর থানার মূল ফটকের সামনে এঘটনাটি ঘটেছে। এ ঘটনায় উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আবুল হাসনাত রাজীব আহত হন।

পুলিশ জানায়, গত বুধবার উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নাগড়াকুড়া এলাকার তরুণ-তরুণীর প্রেম সংক্রান্ত ঘটনার গতকাল শুক্রবার সন্ধ্যায় থানায় আপোস রফার জন্য বৈঠকের কথা ছিল। এ সময় দ্ইু পক্ষের বাগবিতণ্ডার এক পর্যায়ে মারধরের ঘটনা ঘটে।

এতে যুবদল নেতা আশরাফুল আলম ও রাজীব নামে অপর এক যুবদল নেতা আহত হন। এ সময় তাদের উদ্ধার করে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আশরাফুল আলমকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

এদিকে যুবদল নেতা আশরাফুল আলমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাতেই বিক্ষুব্ধ লোকজন বিএনপি নেতা আমিনুল ইসলামের মালিকানাধীন শুভেচ্ছা হোটেল, পৌর শহরের বাসিন্দা কৃষকদল নেতা আবু জাফর সোহেল রানা এবং সাবেক ছাত্রদল নেতা ফিরোজ কবির কাজলের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ অবস্থায় শহর জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, এ ঘটনায় ২০ জন নামীয় ও অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি     করে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে       রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষক দম্পতি ঘুরতে বেরিয়ে প্রাণ গেল স্বামীর, আহত স্ত্রী

নারায়ণগঞ্জে পুলিশের ওপর মাদক ব্যবসায়ীদের হামলা,আটক ৫

মানিকগঞ্জে বাড়ির সীমানার বিরোধের জেরে একজন নিহত 

সাভারে ডিবি পুলিশের অভিযানে ছাত্রলীগ নেতাসহ ২ আটক 

মাদারীপুরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগে আটক ১

বাউফলে সরকারি জমি দখলের জেরে সংঘর্ষ, আহত ৬