ভিডিও মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫

নজরুলে গান আর ‘দ্য কেক আর্টিস্ট’ নিয়ে ব্যস্ত লাবণ্য

নজরুলে গান আর ‘দ্য কেক আর্টিস্ট’ নিয়ে ব্যস্ত লাবণ্য

অভি মঈনুদ্দীন ঃ ইয়াসমিন লাবণ্য, নিজের পেশাগত কাজগুলোর কারণেই তার সমসাময়িক শিল্পীদের চেয়ে অনেকটাই আলাদা। কারণ লাবণ্য গাইতে জানেন, নাচতে জানেন, জানেন উপস্থাপনা। যে কারণে প্রতিভাবান এই শিল্পী আমাদের সংস্কৃতি অঙ্গনের এই প্রজন্মের বেশ প্রিয় হয়ে উঠা এক নাম। ব্যক্তি জীবনে ভীষণ বিনয়ী, সদালাপী এবং ব্যক্তিত্ব সম্পন্ন এই শিল্পী নিজের ভুবনটাকেই আগলে রাখতে ভালোবাসেন। ভালোবাসেন নিজের কাজটা নিয়েই নিজের মতো করে পথ চলতে, বাঁচতে। খুব সাদা মাটা জীবনই তার পছন্দ। কখনো কোনো কারণে কারো কথায় আঘাত পেলে প্রতিবাদ না করে বরং নীরবে চোখের পানি ফেলে তা ভুলে যাবার চেষ্টা করেন। আর এবার ইয়াসমিন লাবণ্য’র কন্ঠে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘ঐ ঘর ভোলানো সুরে’ গানটি মোঃ স্মরণ ও কৌশিক আহমেদ অন্তরের সঙ্গীতায়োজনে গাইলেন ইয়াসমিন লাবণ্য।

এরইমধ্যে গত শনিবার বিকেলে অন্তরের স্টুডিওতে গানটির রেকর্ডিং-এর কাজ সম্পন্ন হয়েছে। স্টুডিওতেই ভিডিও ভার্সন ধারণ করা হয়েছে। চলছে গানটির পূর্ণ সঙ্গীতায়োজনের কাজ। লাবণ্য জানান, শিগগিরই গানটি ফেসবুক পেজ ‘ব্যাণ্ড পার্টি’তে প্রকাশ পাবে।

এদিকে ২০২৪ লাবণ্য তার নিজের পেশাগত পরিচয়ের পাশাপাশি আরো একটি পরিচয়কে সম্পৃক্ত করেছেন। ২০২২ সাল থেকে শুধু নিজের এবং নিজের পরিবারের সদস্যদের জন্য কেক বানাতেন। ২০২৪ সাল থেকে তিনি পেশা হিসেবেও বেছে নিয়েছেন কেক বানানোকে। ফেসবুকে লাবণ্য এর নাম দিয়েছেন ‘দ্য কেক আর্টিস্ট’।

এরইমধ্যে একুশে পদকপ্রাপ্ত অভিনেতা, নির্মাতা আবুল হায়াতের জন্য তিনি একটি স্পেশাল কেকও তৈরী করে দিয়েছেন। চিত্রনায়িকা ঐশী’র জন্যও তৈরী করেছেন কেক। এছাড়াও তার সার্কেল এবং সার্কেলের বাইরে থেকেও তিনি এখন বেশ অর্ডার পাচ্ছেন কেক বানিয়ে সরবরাহ করার জন্য। লাবণ্য’র ভাষ্যমতে ‘দ্য কেক আর্টিস্ট’র কাজ নিয়েও তিনি এখন ভীষণ ব্যস্ত।

আরও পড়ুন

ইয়াসমিন লাবণ্য বলেন,‘ এর আগে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আমার আপনার চেয়ে আপন যে জন, আমায় নহে গো, বেদনার পারাবার করে হাহাকার, নাইবা পেলাম তোমার গলার হার গানগুলো গেয়েছি আমি। এই গানগুলো প্রকাশের পর একটু একটু করে বেশ ভালো সাড়া পেয়েছি। কিছুদিন আগেই কবির প্রয়াণ দিবস পার হলো। সেই সময়টাতে সবকিছু মিলিয়ে এতো ব্যস্ত ছিলাম যে প্রতিবারের মতো এবার আর কবিকে শ্রদ্ধাঞ্জলী জানিয়ে গান গাওয়া হয়নি। তাই কয়েকদিন পর হলেও এই গানটি করেছি। স্মরণ ভাই ও অন্তর ভাই আমাকে ভীষণ স্নেহ করেন বলেই তারা ভীষণ যত্ন করেই গানটি করছেন। আশা করছি ভালো লাগবে ম্রোতা দর্শকের। আর দ্য কেক আর্টিস্ট নিয়ে আসলে শুরুতে এমন করে স্বপ্ন ছিলো না। কিন্তু দ্য কেক আর্টিস্ট’কে ঘিরে সবাই যেভাবে অনুপ্রেরণা দিচ্ছেন এবং আমি যে অভূতপূর্ব পজিটিভ সাড়া পাচ্ছি, তাতে আমিও দ্য কেক আর্টিস্ট নিয়ে ভীষণ সিরিয়াস হয়ে উঠেছি। দিন দিন দ্য কেক আর্টিস্ট নিয়ে আমার ব্যস্ততা বাড়ছে, আলহামদুলিল্লাহ।’

ইয়াসমিন লাবণ্য, বাংলাদেশ শিল্পকলা একাডেমি (ঢাকা) সিনিয়র নৃত্যশিল্পী হিসেবে কর্মরত আছেন। এছাড়াও তিনি মাছরাঙ্গা’র নিয়মিত উপস্থাপিকা। নিজের মৌলিক গান প্রকাশের ক্ষেত্রেও তিনি এখন একটু বেশি সময় দেবার ভাবনায় আছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে ডা. আমিরুলকে নিজ হাসপাতালের কক্ষে গলা কেটে হত্যা, আটক ৪

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের কবর পাকাকরণের কাজ শুরু

পাবনার সাঁথিয়ায় পুত্রবধূর বটির কোপে শ্বশুর নিহত

সিরাজগঞ্জে যমুনার পানি বাড়ছে, বেড়িবাঁধে ধস

এক বছর যাবত অনুপস্থিত থেকেও বেতন-ভাতা তুলছেন সহকারী শিক্ষক

কুড়িগ্রামের উলিপুরে শিশুর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা