ভিডিও সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

অবসর পেয়ে কোথায় ছুটলেন মিম

অবসর পেয়ে কোথায় ছুটলেন মিম

বিনোদন ডেস্ক ঃ অনেক দিন ধরেই সিনেমা থেকে দূরে ঢালিউড অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। কাজের দীর্ঘ অবসর। অবসর পেলেই অভিনেত্রী ছুটে যান দূরদেশে। প্রায়ই তাকে দেখা যায় দেশের বাইরে ঘুরতে। কখনো কাজের সূত্রে, আবার কখনো অবকাশযাপনে। কখনো শ্রীলংকা, মালদ্বীপ, আবার কখনো সিঙ্গাপুরে। একেক সময় একেক দেশে ঘুরতে যান অভিনেত্রী। বরাবরের মতোই তার সফরসঙ্গী থাকেন স্বামী সনি পোদ্দার। এবারও তার ব্যতিক্রম নয়। ছুটি কাটাতেই স্বামীকে নিয়ে বেরিয়ে পড়েন নতুন কোনো গন্তব্যে। সেই ধারাবাহিকতায় এবার স্বামীকে নিয়ে উড়াল দিলেন থাইল্যান্ডে।

সম্প্রতি থাইল্যান্ড সফর থেকে একাধিক পোস্টে নিজের রঙিন মুহূর্তগুলো ভক্তদের মাঝে শেয়ার করে নিয়েছেন মিম। গত মঙ্গলবার সামাজিক মাধ্যমে পোস্ট করা কিছু ছবিতে দেখা গেছে, ব্যাংককের একটি কফিশপে হালকা বেগুনি পোশাকে, কখনো হাতে ড্রিংকস, কখনো জানালার পাশে দাঁড়িয়ে ক্যামেরায় ধরা দিয়েছেন অভিনেত্রী। পর দিন বুধবার (২৭ আগস্ট) কো চ্যাং দ্বীপ থেকে পোস্ট করেন সমুদ্রপাড়ের ছবি, যেখানে স্বামী সনির সঙ্গে পাশাপাশি বসে সমুদ্র্রর সৌন্দর্য উপভোগ করতে দেখা যায় মিমকে। বৃহস্পতিবার আবার কো চ্যাং থেকে আরও কিছু ছবি পোস্ট করেন সামাজিক মাধ্যমে।

আরও পড়ুন

এবার দেখা গেছে, সাদা পোশাকে ক্যাফের সামনে হাসিমুখে স্বামীর সঙ্গে দাঁড়িয়ে আছেন অভিনেত্রী। আরেক ছবিতে দেখা যায় পাহাড়-সমুদ্রে যেন তারা মিশে আছেন তাদের অবকাশ সৌন্দর্যে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসচাপায় নারী নিহত

বগুড়ার সোনাতলায় খোলা বাজারে ওএমএস’র আটা বিক্রির উদ্বোধন

বর্ণাঢ্য আয়োজনে বগুড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অটোরিকশা নিয়ে চমকের ক্ষোভ

বগুড়ার আদমদীঘিতে চারটি চোরাই গরুসহ দুইজন গ্রেফতার

সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে রদবদল