আমি স্ট্যাটাস দেই আর গালি শুনি, অনেকে ভয়ও দেখায় : অভিনেতা জয়

ছোটপর্দার পরিচিত মুখ অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু হলেও বিতর্কিত সঞ্চালক হিসেবে আলোচনায় থাকেন তিনি। বিভিন্ন সময় নানা ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ সরব দেখা যায় তাকে। সমসাময়িক নানা ব্যাপারে খোলামেলা কথাও বলেন তিনি। ফলে মাঝে মধ্যেই সমালোচনার কেন্দ্রবিন্দুতে পড়েন এ অভিনেতা।
সোশ্যাল মিডিয়ায় খোলামেলা কথা বলার জন্য অনেক সময় গালাগালও শুনতে হয় তাকে। এমনকি হুমকিও দেয়া হয়। যা সোশ্যাল মিডিয়াতেই জানিয়েছেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয়।
আজমঙ্গলবার (২ সেপ্টেম্বর) ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে দেয়া এক স্ট্যাটাসে এমনটাই জানালেন তিনি।
এদিন বেলা ১১টা ৪৮ মিনিটে ফেসবুকে এ অভিনেতা লিখেছেন, ‘যদি অপরাধী হতাম তাহলে চুপচাপ থাকতাম। স্ট্যাটাস দিতাম না। আশপাশে এমন অনেক আছে। অথচ আমি স্ট্যাটাস দেই আর গালি শুনি। অনেকে ভয়ও দেখায়। যারা চুপ তাদের অপরাধ কেউ মনেও করে না। তাদের কেউ গালিও দেয় না।
আরও পড়ুনএদিকে অভিনেতা জয়ের এই ভাবনার সঙ্গে একমত পোষণ করেছেন অনেকে। একজন মন্তব্য করেছেন, ‘ঠিক বলেছেন ভাই। আপনার মতো সৎ সাহস সবার নেই।
মন্তব্য করুন