বগুড়ার শাজাহানপুরে যাত্রীবাহী বাসে মিলল ১০ কেজি গাঁজা, দুই কারবারি গ্রেফতার

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: শাজাহানপুরে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রহিমাবাদ বি-ব্লক এলাকায় ওই বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলার বনগ্রাম উত্তরপাড়া এলাকার বিনয় চন্দ্র দাসের ছেলে বিপ্লব কুমার দাস (৩৫) এবং সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বিলকলমি গ্রামের পরশউল্লাহ সরকারের ছেলে আলতাব হোসেন (৩৯)।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের রহিমাবাদ বি-ব্লক এলাকায় শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে (ঢাকা মেট্রো-ব-১৫-১২৬৬) সঙ্গীয় ফোর্সসহ তল্লাশি করেন শাজাহানপুর থানার উপ-পরিদর্শক শাজাহানপুর আবু ছাঈদ। এ সময় বাসের সামনের বক্সে রাখা একটি রেক্সিনের ব্যাগ থেকে লাল পলিথিনে মোড়ানো ও স্কচটেপ দিয়ে সিল করা অবস্থায় ৫ কেজি গাঁজা এবং ওই ব্যাগের উপর আরেকটি বান্ডিল আকৃতির প্যাকেট থেকে আরও ৫ কেজিসহ মোট ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আরও পড়ুনএসময় গ্রেফতার করা হয় যাত্রীবেশে থাকা ওই দুই কারবারিকে। শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন