ভিডিও বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

নিউজ ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:৩৭ রাত

বৈধ পথে রেমিট্যান্স আহরণের লক্ষ্যে চট্টগ্রামে  শাহ্জালাল ইসলামী ব্যাংকের আর্থিক শিক্ষা কর্মসূচীর আয়োজন

প্রবাসীদের আয় বৈধ পথে প্রেরণের জন্য সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৩১ আগস্ট ২০২৫ইং তারিখে চট্টগ্রাম নগরীর স্থানীয় এক হোটেলে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর চট্টগ্রাম জোনাল অফিসের সার্বিক সহযোগিতায় একটি আর্থিক শিক্ষা কর্মসূচীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ প্রধান অতিথি এবং ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চট্টগ্রাম আঞ্চলিক প্রধান রাশেদ সরওয়ার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আয়োজিত উক্ত অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য ছিল ব্যাংকিং চ্যানেলে ফরেন রেমিট্যান্স দেশে পাঠাতে প্রবাসী বাংলাদেশী ও তাদের পরিবার-পরিজনদের উৎসাহিত করা ও অবৈধ হুন্ডির মাধ্যমে লেনদেন করা থেকে বিরত থাকার জন্য তাদের মধ্যে সচেতনতা তৈরী করা। উক্ত অনুষ্ঠানে আর্থিক শিক্ষা কর্মসূচীর অংশ হিসেবে উপস্থিত সকলের উদ্দেশ্যে হুন্ডির ক্ষতিকর দিক ও প্রান্তিক পর্যায়ে আর্থিক পরিকল্পনার প্রয়োজনীয়তার উপর ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের জুবলী রোড শাখার ব্যবস্থাপক ও ইভিপি এ.টি.এম কামরুদ্দিন চৌধুরী, ফরেন রেমিট্যান্স ডিপার্টমেন্টের প্রধান মোহাম্মদ সাখাওয়াত হোসেন, ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের অন্যান্য শাখার ব্যবস্থাপকবৃন্দ, প্রবাসী ও তাদের পরিবারের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের এভিপি ইমাম হোসেন মাহমুদ।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোসলেহ্ উদ্দীন আহমেদ ব্যাংকিং চ্যানেলে বৈধ পথে ফরেন রেমিট্যান্স প্রেরণের গুরুত্ব, আইনত নিষিদ্ধ হুন্ডির লেনদেনের নেতিবাচক দিকগুলোসহ বিদেশে দক্ষ কর্মীর চাহিদার কথা তুলে ধরেন। তাছাড়া দেশের অর্থনীতিতে ফরেন রেমিট্যান্সের ভূমিকা ও সেক্ষেত্রে চট্টগ্রামের জেলাসমূহসহ শাহ্জালাল ইসলামী ব্যাংকের অবদান উপস্থাপন করা হয়। অনুষ্ঠান শেষে আগত অতিথি তথা প্রবাসীদের পরিবার-পরিজনদের মাঝে ব্যাংকের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের পাঁচ প্রতিষ্ঠানে যাতায়াতে জনদুর্ভোগ, মাত্র ২০০ মিটার রাস্তা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস উল্টে সুপারভাইজার নিহত

নাটোরে চিকিৎসককে গলা কেটে হত্যাকান্ডের রহস্য উদঘাটন, প্রেমের সম্পর্ক ও চাকরিচ্যুত করার ক্ষোভ

বগুড়ায় শাজাহানপুরে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেফতার

সিরাজগঞ্জে আট মাসে ৯১ অভিযান জরিমানা ১৬ লাখ টাকা