ভিডিও বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বরেই: হাইকোর্টের আদেশ স্থগিত

৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হতে বাধা নেই, ছবি: সংগৃহীত।

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। এর ফলে আগামী ৯ সেপ্টেম্বরই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।

আজ বুধবার (৩ সেপ্টেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চে শুনানি শেষে এ রায় ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

এর আগে সোমবার (১ সেপ্টেম্বর) হাইকোর্ট ডাকসু নির্বাচন ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করার আদেশ দিয়েছিলেন। তবে ওইদিনই বিকেলে আপিল বিভাগের চেম্বার আদালত তাৎক্ষণিক হাতে লেখা আপিল আবেদনের ভিত্তিতে এ আদেশ স্থগিত করেন। চেম্বার আদালতের বিচারপতি ফারাহ মাহবুব তখন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে আবেদন করতে নির্দেশ দেন।

সে অনুযায়ী মঙ্গলবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপিল আবেদন করে এবং বিষয়টি শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানো হয়। আজকের শুনানিতে হাইকোর্টের স্থগিতাদেশ চূড়ান্তভাবে বাতিল হয়।

আরও পড়ুন

উল্লেখ্য, সোমবার হাইকোর্ট বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করা রিট আবেদনের শুনানি শেষে ডাকসু নির্বাচন স্থগিত করেছিলেন।

সে রিটে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদপ্রার্থী বি এম ফাহমিদা আলম ফরহাদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। হাইকোর্ট তখন রিটকারীকে ১৫ দিনের মধ্যে ডাকসুর নির্বাচনী ট্রাইব্যুনালে অভিযোগ দাখিলের নির্দেশ দেন।

তবে আপিল বিভাগের রায়ের ফলে নির্ধারিত সময়েই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনা জাতির পুনর্জাগরণ এখন আর ঠেকানো যাবে না : শি জিনপিং

ফেরদৌসের সঙ্গে প্রেমের গুঞ্জনে যা বললেন শ্রীলেখা

ঢাকা হতে যাচ্ছে নারী কাবাডি বিশ্বকাপের আয়োজক

মিরসরাইয়ে সিএনজিচালক-পর্যটকদের সংঘর্ষে আহত ১৫

আজ মহানায়ক উত্তম কুমারের জন্মদিন

পাকিস্তানে রাজনৈতিক সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৩