ভিডিও বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

বিরোধীরা আমার মৃত মাকে গালিগালাজ করেছে: মোদি

ছবি : সংগৃহীত,বিরোধীরা আমার মৃত মাকে গালিগালাজ করেছে: মোদি

আন্তর্জাতিক ডেস্ক : বিরোধী দলের প্রচারণা মঞ্চে নিজের মা’কে গালিগালাজ করা হয়েছিল বলে অভিযোগ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিহারে কংগ্রেস-আরজেডি জোটের সমালোচনার পর এ অভিযোগ করেন তিনি।

নরেন্দ্র মোদি বলেছেন, ‘বিহারে, আরজেডি-কংগ্রেস মঞ্চ থেকে আমার মাকে উদ্দেশ্য করে গালি ব্যবহার করা হয়েছিল। এসব অপবাদ কেবল আমার মাকেই নয়, ভারতের প্রতিটি মা ও বোনকে অপমান করেছে। আমি জানি এই কথা শোনার পর আপনারাও আমার মতোই কষ্ট পেয়েছেন।’

 
ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রায় ২০ লাখ নারীকে সম্বোধন করে ভারতের প্রধানমন্ত্রী বলেন, তার প্রয়াত মা হিরাবেন মোদি দারিদ্র্যের বিরুদ্ধে সংগ্রাম করে তাকে এবং তার ভাই-বোনদের মানুষ করেছেন।
 
তিনি আরও বলেন, ‘মা অসুস্থ থাকতেন, কিন্তু কাজ করে যেতেন। আমাদের জন্য কাপড় তৈরি করতে তিনি প্রতিটি পয়সা জমিয়ে রাখতেন। আমাদের দেশে এমন কোটি কোটি মা আছেন। দেব-দেবীর চেয়েও মায়ের স্থান উঁচু।’ 
 
 
নিজের মায়ের মৃত্যুর কথা উল্লেখ করে মোদি বলেন, ১০০ বছর বয়স পূর্ণ করার পর, আমার মা আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন। আমার মা, যার রাজনীতির সাথে কোনো সম্পর্ক ছিল না, আরজেডি-কংগ্রেস প্ল্যাটফর্ম থেকে তাকে ঘৃণ্য পরিস্থিতির শিকার হতে হয়েছিল। এটি অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক এবং পীড়াদায়ক।
 

আরও পড়ুন

মোদির ভাষ্য, ‘কংগ্রেস-আরজেডির মঞ্চে যে অপবাদ দেয়া হয়েছিল, তা কেবল আমার মায়ের জন্য নয়, কোটি কোটি মা-বোনের জন্যও অপমানের। রাজপরিবারে জন্ম নেয়া রাজকুমাররা একজন সুবিধাবঞ্চিত মায়ের কষ্ট এবং তার ছেলের সংগ্রাম বুঝতে পারবেন না। এই মানুষগুলো সোনা-রূপার চামচ মুখে জন্মেছে।’
 
সূত্র: এনডিটিভি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ভয়ঙ্কর ‘হানি ট্র্যাপ’ : টার্গেট বিত্তবান থেকে সাধারণ মানুষ

নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ

রংপুরের তিস্তায় নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

সাদা পাথর লুটপাটে জড়িতদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

বিদেশে অর্থপাচার রোধে আন্তর্জাতিক ব্যবস্থা জরুরি: প্রধান উপদেষ্টা

নির্বাচনে যারা জামানত হারানোর আশঙ্কায় রয়েছেন, তারাই পিআর পদ্ধতি চায়- রেজাউল করিম বাদশা