ফরিদপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ফরিদপুরে পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার (৩ সেপ্টেম্বর) আলফাডাঙ্গা ও নগরকান্দা উপজেলায় এ দুটি ঘটনা ঘটে।
এর মধ্যে আলফাডাঙ্গায় পানিতে ডুবে মারা যায় আড়াই বছরের শিশুর নাম আবু তালহা। সে শৈলমারী গ্রামের হুমায়ুন কবিরের ছেলে।
জানা যায়, বুধবার দুপুর ৩টার দিকে শিশুটি বাড়ির সামনের পুকুর পড়ে যায়। দীর্ঘ সময় শিশুটিকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে মা, বাবা, চাচাসহ অন্যরা পুকুরে নেমে শিশুটিকে ভাসতে দেখে উদ্ধার করেন। দ্রুত আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে বিকেল ৪টা ৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে আলফাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আলফাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুনএদিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার কোদালিয়া-শহীদনগর ইউনিয়নের আটকাহনিয়া গ্রামে পানিতে ডুবে আবু জর মোল্লা (৬) নামে আরেক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের জোবায়ের মোল্লার ছেলে।
পরিবারের সদস্যরা বলেন, বুধবার দুপুর ১২টার দিকে বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলছিল আবু জর। প্রায় আধা ঘণ্টা পর অন্যরা চলে গেলে সে আর বাড়ি ফেরেনি। পরে সবার অগোচরে পাশের পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর দুপুর ১টার দিকে পুকুরে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান স্বজনরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
মন্তব্য করুন