ভিডিও রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫

স্বামীর মরদেহ নিয়ে ফেরার পথে স্ত্রীর মৃত্যু, পাশাপাশি দাফন

স্বামীর মরদেহ নিয়ে ফেরার পথে স্ত্রীর মৃত্যু, পাশাপাশি দাফন

নোয়াখালীর সেনবাগ উপজেলায় স্বামীর মরদেহ নিয়ে ফেরার পথে স্ট্রোক করে স্ত্রীর মৃত্যু হয়। পাশাপাশি দাফন করা হয়েছে।

আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।

গতকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সেনবাগের কেশারপাড় ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উন্দানিয়া গ্রামের হাজী আব্দুর জব্বার ভুইয়া বাড়ির ছায়দুল হক ও তার স্ত্রী বিবি মরিয়ম।

আরও পড়ুন

স্থানীয় বাসিন্দা মো. জুয়েল ও মো. সোহেল বলেন, বৃহস্পতিবার বিকেলে ছায়দুল হক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরিবার তাকে কানকিরহাট বাজারের স্থানীয় পল্লী চিকিৎসক রতন সূত্রধরের কাছে নেওয়ার পথে তিনি মারা যান। এরপর ছায়দুল হকের মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে স্ত্রী বিবি মরিয়ম ব্যাটারিচালিত অটোরিকশার মধ্যে স্ট্রোক করে অজ্ঞান হয়ে যান। কানকিরহাট-হাসানপুর সড়কে এ ঘটনা ঘটে। দ্রুত তাকে চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা রেজাউল করিম বলেন, এ দম্পতির ৬ ছেলে ও ৩ মেয়ে রয়েছে। বিবি মরিয়ম দীর্ঘ ১০ বছর ধরে চোখে দেখেন না। স্বামীর হাত ধরে তিনি চলাফেরা করতেন। স্বামীর মৃত্যু তিনি মেনে নিতে পারেননি। স্বামীর মরদেহ নিয়ে ফেরার পথেই তিনি মারা যান। একই পরিবারের দুইজন মারা যাওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার সকালে উন্দানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে বাড়িতে পুলিশ সদস্যরা হাজির হয়। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার সকালে পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়। একই দিনে স্বামী-স্ত্রীর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শাজাহানপুরে ছিনতাই করতে গিয়ে পিস্তল ও গুলিসহ ডাকাত গ্রেফতার

বগুড়ায় পিকআপ ভ্যানে মিলল ৪শ’ বোতল ফেনসিডিল গ্রেফতার ২

বগুড়ার কাহালুতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা

বগুড়ার সোনাতলায় পান দোকনীর কান কেটে দিলো মাদকাসক্ত যুবক

বগুড়ার দুপচাঁচিয়া মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

বগুড়া জেলা শ্রমিকলীগের সভাপতি সালাম ও স্বেচ্ছাসেবক লীগ নেতা পিয়াস গ্রেফতার