ভিডিও শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫

কুড়িগ্রামে গাছ থেকে অজগর সাপ উদ্ধার

কুড়িগ্রামে গাছ থেকে অজগর সাপ উদ্ধার

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের আগমনী বাজারের পাশে ভেলং নামে এক ব্যক্তির বাড়িতে খোকসার গাছে দেখা মেলে ১০ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ। মুহুর্তে খবর ছড়িয়ে পড়লে সাপটিকে এক নজর দেখতে ছুটে আসে শতশত মানুষ।

স্থানীয়রা জানায়, গতকাল শুক্রবার সকালে গ্রামের কাঁচা সড়ক দিয়ে ক্ষেতে শাক তুলতে যাওয়ার সময় গাছটির গোড়ায় অজগর সাপটিকে শুয়ে থাকতে দেখে এক শিশু। পরে সে চিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে আসে। এসময় স্থানীয়দের সোরগোলে ভয় পেয়ে সাপটি খোকসার গাছের ১২ থেকে ১৫ ফুট উপরে উঠে একটি ডালে শুয়ে থাকে। এসময় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। খবরটি ছড়িয়ে পড়লে সাপটিকে এক নজর দেখার জন্য ছুটে আসে বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ।

অত্র এলাকায় বনজঙ্গল না থাকলেও বিগত সময়ের বন্যায় পার্শ্ববর্তী ধরলা নদী থেকে সাপটি উঠে আসতে পারে বলে ধারণা তাদের। খবর পেয়ে গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের এক স্বেচ্ছাসেবী সাপটিকে উদ্ধার করে। পরে বন বিভাগের সহযোগিতায় সাপটিকে বস্তায় করে বনবিভাগের অফিসে নিয়ে আসা হয়। আলোচনা করে সাপটিকে নিরাপদে স্থানে অবমুক্ত করার কথা জানান তারা।

আরও পড়ুন

স্থানীয় বাসিন্দা দুলাল মিয়া জানান, এর আগে এই এলাকায় এমন ঘটনা চোখে পড়েনি। আমরা এই অজগর সাপ দেখে অতঙ্কিত হয়ে পড়েছি। এই এলাকায় অজগর সাপের কোন অভয়ারণ্য না থাকলেও দেড় কিলোমিটার দূরের ধরলা নদী থেকে এটি উঠে আসতে পারে বলে মনে হচ্ছে। বন বিভাগের সেবাকর্মী আশরাফুল হক জানান, খবর পেয়ে সাপটিকে উদ্ধার করে বন বিভাগের অফিসে নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে আলোচনা করে নিরাপদ স্থানে অবমুক্ত করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে এখনও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি- অধ্যক্ষ শাহাবুদ্দীন

বগুড়ায় ছাত্রী ধর্ষণ মামলায় মাদ্রাসার পরিচালক গ্রেফতার

বগুড়ার শিবগঞ্জে শিশু ধর্ষণের ঘটনায় গ্রেফতার ১

বগুড়ার কাহালুতে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ড.পারভেজের উদ্যোগে দু:স্থ মানুষের মাঝে টিউবওয়েল বিতরণ

ডিবি বগুড়া’র বিশেষ অভিযানে ৪২ কোটি টাকার সাপের বিষ উদ্ধার, ২ জন গ্রেফতার

আমার চাওয়া পাওয়ার কিছু নেই এটা আমার এক্সটেনশন লাইফ- এটিএম আজহার