দেশে এখনও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি- অধ্যক্ষ শাহাবুদ্দীন

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ শাহাবুদ্দীন বলেছেন, দেশে এখনও অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি। দেশে আল্লাহর আইন ও কুরআনের শাসন কায়েম করতে জামায়াতে ইসলামীর কোনো বিকল্প নেই। তিনি আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে উঠান বৈঠক ও সুধি সমাবেশে উপরোক্ত কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, সোনাতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এনামুল হক মন্ডল, উপজেলা জামায়াতে সেক্রেটারি প্রভাষক রবিউল ইসলাম, আব্দুল মান্নান মাস্টার, পৌর নায়েবে আমির শহিদুল ইসলাম, আব্দুর রহিম, অধ্যাপক মতিউর রহমান, সাবিরুল ইসলাম, জসিম উদ্দিন, সাইফুল ইসলাম, জর্দিস হোসেন, সাংবাদিক মিনহাজুলই সলাম প্রমুখ।
আরও পড়ুনমন্তব্য করুন