নিউজ ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ০১:১৬ দুপুর
র্যাব-১৩’র অভিযানে ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

রংপুর জেলা প্রতিনিধি: র্যাব-১৩’র অভিযানে দিনাজপুর জেলার পার্বতীপুর থানা এলাকা থেকে ২৬৭ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।
আজ শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
র্যাব জানায়, মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় র্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার বিকেলে দিনাজপুর জেলার পার্বতীপুর থানার মুজাফফরনগর গ্রামে অভিযান পরিচালনা করে ২টি প্লাস্টিকের বস্তার ভেতরে রক্ষিত ২৬৭ বোতল ফেন্সিডিল জব্দ করে। এসময় মুজাফফরনগর গ্রামের মোঃ জাকির হোসেনের পুত্র মোঃ মানিক শেখ (২৩) ও মোঃ জাহিদ সৈনিককে (১৯) গ্রেফতার করা হয়। পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামিদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন