ভিডিও রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫

লন্ডনে ফিলিস্তিনপন্থিদের বিক্ষোভ, গ্রেপ্তার ৪ শতাধিক

লন্ডনে ফিলিস্তিনপন্থিদের বিক্ষোভ, গ্রেপ্তার ৪ শতাধিক, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: ‘প্যালেস্টাইন অ্যাকশন’ গ্রুপের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে লন্ডনে বিক্ষোভ করেছেন ফিলিস্তিনপন্থিরা। স্থানীয় সময় শনিবার পার্লামেন্ট স্কয়ারে অনুষ্ঠিত ওই সমাবেশে অংশ নেন প্রায় দেড় হাজার মানুষ। বিক্ষোভ সমাবেশ থেকে ৪২৫ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর আল জাজিরার।

‘ডিফেন্ড আওয়ার জুরিস’ নামের প্রচারণা সংগঠন স্থানীয় সময় শনিবার এ বিক্ষোভের ডাক দেয়। পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভে ১৫০০ মানুষ অংশ নেন বলে জানায় সংগঠনটি। ‘আমি গণহত্যার প্রতিবাদ জানাই, আমি প্যালেস্টাইন অ্যাকশনের পক্ষে’ লেখা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে অংশ নেন তারা।সামাজিকমাধ্যম এক্সে একটি ভিডিও পোস্ট করে সংগঠনটি অভিযোগ করেছে, পুলিশ বিক্ষোভকারীদের মাটিতে ফেলে নির্মমভাবে দমন ও গ্রেপ্তার করেছে।

ব্রিটিশ সংবাদ সংস্থা প্রেস অ্যাসোসিয়েশন জানিয়েছে, বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষের সময় পুলিশ লাঠিচার্জ করে এবং একজন বিক্ষোভকারীকে গ্রেপ্তারের পর তার মুখ দিয়ে রক্ত ঝরতে দেখা যায়। ভিড়ের চাপেও কয়েকজন মাটিতে পড়ে যান।

আরও পড়ুন

লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, একজন পুলিশ অফিসারকে আক্রমণ করা এবং নিষিদ্ধ সংগঠনের প্রতি সমর্থন প্রকাশসহ বিভিন্ন অপরাধে ৪২৫ জনেরও বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।’প্যালেস্টাইন অ্যাকশন’ গ্রুপ নিষেধাজ্ঞার বিরুদ্ধে চ্যালেঞ্জ জানাতে হাইকোর্টের অনুমোদন পেয়েছে। তবে এ রায় বাতিল করতে চাইছে সরকার। আগামী ২৫ সেপ্টেম্বর এ মামলার শুনানি হবে।

প্যালেস্টাইন অ্যাকশনের সহ-প্রতিষ্ঠাতা হুদা আম্মোরি বলেন, সংগঠনটি নিষিদ্ধ করার বিষয়ে সরকারের সিদ্ধান্ত নাগরিক স্বাধীনতার জন্য বিপর্যয়কর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুধুই আমাকে ভালোবাসুন : মিষ্টি জান্নাত

যারা কচিতে নির্লজ্জ, বুড়ি হয়েও নির্লজ্জ: স্বস্তিকা

কক্সবাজারের বাঁকখালীতে উচ্ছেদে বাধা, ৩ মামলায় আসামি ১৬৫০

বাগেরহাটে পল্লী বিদ্যুৎ কর্মীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

অসামরিক বিভিন্ন পদে ৮৯০ জনকে নিয়োগ দেবে সেনাবাহিনী

ধার-দেনা করে শুরু, পোনাচাষি আব্দুর রশীদ এখন কোটিপতি