ভিডিও সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

গোপনে দক্ষিণ কোরিয়া সফরের প্রস্তুতি ট্রাম্পের!

গোপনে দক্ষিণ কোরিয়া সফরের প্রস্তুতি ট্রাম্পের!, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী অক্টোবর মাসে দক্ষিণ কোরিয়া সফরের প্রস্তুতি নিচ্ছেন। ওই সময় দেশটিতে অনুষ্ঠিত হবে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (অ্যাপেক) বাণিজ্য মন্ত্রীদের সম্মেলন। সফরে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসতে পারেন। ট্রাম্প প্রশাসনের তিনজন কর্মকর্তা সংবাদমাধ্যম সিএনএনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিবেদনে বলা হয়, আগামী অক্টোবরের শেষ থেকে নভেম্বরের শুরুতে দক্ষিণ কোরিয়ার গিয়ংজু শহরে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (অ্যাপেক) বাণিজ্য মন্ত্রীদের সম্মেলন হওয়ার কথা। সম্মেলনের ফাঁকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের দ্বিপাক্ষিক বৈঠকের বিষয়ে আলোচনা চলছে, তবে এখনো চূড়ান্ত হয়নি। গত মাসে এক ফোনালাপে শি ট্রাম্প ও তার স্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ জানান। পাল্টা আমন্ত্রণ জানান ট্রাম্পও, যদিও তারিখ নির্ধারিত হয়নি।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, দক্ষিণ কোরিয়া সফরের মূল লক্ষ্য হবে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করা। পাশাপাশি বাণিজ্য, প্রতিরক্ষা ও বেসামরিক পারমাণবিক সহযোগিতার বিষয়েও আলোচনা হবে। ট্রাম্পের সাম্প্রতিক বিদেশ সফরগুলোর মতো এটিও যুক্তরাষ্ট্রে আরও অর্থনৈতিক বিনিয়োগ আনার সুযোগ হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্পের এ সফরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গেও বৈঠকের সুযোগ তৈরি হতে পারে। তবে কিম সম্মেলনে যোগ দেবেন কিনা তা নিশ্চিত নয়। কর্মকর্তারা জানান, শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক আয়োজনকেই বেশি গুরুত্ব দেয়া হচ্ছে।

আরও পড়ুন

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং সম্প্রতি ট্রাম্পের সঙ্গে বৈঠকে তাকে এপেক সম্মেলনে যোগ দেয়ার আমন্ত্রণ জানিয়েছেন। একইসঙ্গে কিম জং উনের সঙ্গে বৈঠকের সুযোগের কথাও উল্লেখ করেছেন। লি জে মিয়ংয়ের সঙ্গে বৈঠকের দিন সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় ট্রাম্প বলেন, তিনি কিমের সঙ্গে বৈঠকে আগ্রহী। তিনি আরও বলেন ‘আমি সেটা করব, আর আমাদের আলোচনা হবে। উনি (কিম) আমার সঙ্গে দেখা করতে চান। আমরাও তার সঙ্গে দেখা করতে মুখিয়ে আছি, আর সম্পর্ক আরও ভালো করব।’ সূত্র : সিএনএন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে চিকিৎসকের মারধরে রোগী হাসপাতালে ভর্তি

বগুড়ার ধুনটে সরকারি জমি উদ্ধারে গিয়ে মবের শিকার ভূমি কর্মকর্তা

জরাজীর্ণ ঘরে সোনালী ব্যাংক তালোড়া শাখার কার্যক্রম চলছে

বগুড়ার শিবগঞ্জে ১৮ পিচ ইয়াবা ও হিরোইনসহ গ্রেফতার ৩

বগুড়ার কাহালুতে ভীমরুলের চাক পোড়াতে গিয়ে বাড়িতে আগুন

ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগণনা সরাসরি দেখা যাবে এলইডি স্ক্রিনে