ভিডিও সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

লালমনিরহাটে চিকিৎসকের মারধরে রোগী হাসপাতালে ভর্তি

লালমনিরহাটে চিকিৎসকের মারধরে রোগী হাসপাতালে ভর্তি

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে চিকিৎসা নিতে গিয়ে দন্ত চিকিৎসকের মারধরে গুরুতর আহত হয়েছেন মজিদুল ইসলাম নামের এক রোগী। বর্তমানে তিনি লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি অবস্থায় আছেন। গতকাল শনিবার সন্ধ্যায় লালমনিরহাট শহরের মিশন মোড় হোটেল অবসরের দ্বিতীয়তলায় অবস্থিত ইনোভেটিভ ডেন্টিস চেম্বারে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর পরিবার জানায়, সাপটিবাড়ি ইউনিয়নের চওড়াটারি এলাকার বাসিন্দা মজিদুল ইসলাম দাঁতের চিকিৎসার জন্য ওই চেম্বারে যান। চিকিৎসক রাশেদ জামান চিকিৎসার জন্য ১২ হাজার টাকা দাবি করেন। এর মধ্যে মজিদুল ৯ হাজার টাকা পরিশোধ করেন। তবে বাকি টাকা না দেওয়ায় চিকিৎসক একপর্যায়ে উত্তেজিত হয়ে তাকে বেধড়ক মারধর করেন। এতে মজিদুল গুরুতর আহত হন। পরে তাকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হলে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে একাধিক সেলাই দিতে হয়।

আহত মজিদুলের স্ত্রী জেসমিন আক্তার অভিযোগ করে বলেন, আমরা গরিব মানুষ, তাই ১২ হাজার টাকা দিতে পারিনি। ৯ হাজার টাকা দেওয়ার পরও ডাক্তার কাজ না করে কাচের বল দিয়ে আমার স্বামীকে মারধর শুরু করেন। আমি বাধা দিলে আমাকেও মারধর করেন। তার আচরণ দেখে মনে হচ্ছিল তিনি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

আরও পড়ুন

এ ঘটনার পর থেকে চিকিৎসক রাশেদ জামান পলাতক। তার ফোন বন্ধ পাওয়া গেছে। চেম্বারে গেলেও কোনো খোঁজ মেলেনি তার। লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুন্নবী ইসলাম বলেন,‎ ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নিব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে চিকিৎসকের মারধরে রোগী হাসপাতালে ভর্তি

বগুড়ার ধুনটে সরকারি জমি উদ্ধারে গিয়ে মবের শিকার ভূমি কর্মকর্তা

জরাজীর্ণ ঘরে সোনালী ব্যাংক তালোড়া শাখার কার্যক্রম চলছে

বগুড়ার শিবগঞ্জে ১৮ পিচ ইয়াবা ও হিরোইনসহ গ্রেফতার ৩

বগুড়ার কাহালুতে ভীমরুলের চাক পোড়াতে গিয়ে বাড়িতে আগুন

ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগণনা সরাসরি দেখা যাবে এলইডি স্ক্রিনে