ভিডিও বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

পাসের হার ৭৭ দশমিক ৬৩ শতাংশ

রাজশাহী বোর্ডে সাত বছরের মধ্যে পাশের হার সর্বনিম্ন, কমেছে জিপিএ-৫

রাজশাহী বোর্ডে সাত বছরের মধ্যে পাশের হার সর্বনিম্ন, কমেছে জিপিএ-৫, ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার : গত সাত বছরের মধ্যে ২০২৫ সালে রাজশাহী শিক্ষা বোর্ডে পাশের হার সবচে কম।  একই সঙ্গে কমেছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও। রাজশাহী বোর্ডে কমেছে শতভাগ পাশকরা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাও তবে এবার একবারেই পাশ করেনি এমন স্কুলের সংখ্যা এই শিক্ষা বোর্ডে একটিও নেই।

রাজশাহী শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছর রাজশাহী বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৮২ হাজার ৭৯২ জন শিক্ষার্থী। পাস করেছে ১ লাখ ৩৯ হাজার ৯৮৩ জন। পাশের হার ৭৭ দশমিক ৬৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২২ হাজার ৩২৭জন শিক্ষার্থী। 

বোর্ড সূত্রে জানা গেছে,  ২০২৪ সালে রাজশাহী বোর্ডে পাশের হার ছিলো ৮৯ দশমিক ২৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছিলো ২৮ হাজার ৭৪জন, ২০২৩ সালে পাশের হার ছিলো ৮৭ দশমিক ৮৯ শতাংশ এবং ওই বছর জিপিএ-৫ পেয়েছিলো ২৬ হাজার ৮৭৭জন, ২০২২ সালে এই বোর্ডে পাশের হার ছিলো ৮৫ দশমিক ৮৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিলো ৪২ হাজার ৫১৭জন, ২০২১ সালে পাশের হার ছিলো ৯৪ দশমিক ৭১ শতাংশ এবং ওই বছর জিপিএ-৫ পেয়েছিলো ২৭ হাজার ৭০৯জন শিক্ষার্থী। ২০২০ সালে রাজশাহী বোর্ডে পাশের হার ৯০ দশমিক ৩৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিলো ২৬ হাজার ১৬৭জন, ২০১৯ সালে এই বোর্ডে পাশের হার ছিলো ৯১ দশমিক ৬৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিলো ২২ হাজার ৭৯৫ জন। 

রাজশাহী বোর্ডের তথ্য অনুযায়ী গত সাত বছরের মধ্যে এবার কমেছে শতভাগ পাশ করা শিক্ষা প্রতষ্ঠানের সংখ্যা। এ বছর রাজশাহী বোর্ডে ৮টি জেলার ২ হাজার ৬৯০টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাশ করেছে ৯৯টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে। অপরদিকে ২০২৪ সালে বোর্ডের ২ হাজার ৬৮৫টি প্রতিষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে শতভাগ পাশ করেছিলো ২৮৯টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ২০২৩ সালে বোর্ডের ২ হাজার ৬৮১টি প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাশ করেছিলো ১৭৮টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, ২০২২ সালে বোর্ডে র ২ হাজার ৬৭৮টি প্রতিষ্ঠানের অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে শতভাগ পাশ করেছিলো ১৪৭টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ২০২১ সালে বোর্ডের ২ হাজার ৬৬৭টি প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাশ করেছিলো ৩৯৮টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ২০২০ সালে রাজশাহী বোর্ডে ২ হাজার ৬৫২টি প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাশ করেছিলো ৩০৮টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ২০১৯ সালে এই বোর্ডের ২ হাজার ৬৪৬টি প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাশ করেছিলো ৪৩১টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তবে এ বছর রাজশাহী শিক্ষা বোর্ডে শূন্য পাশ বা কোনো পরীক্ষার্থীই পাশ করেনি এমন শিক্ষা প্রতিষ্ঠান একটিও নেই।

আরও পড়ুন

চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিলো। চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। গতবছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ২০ লাখ ৪১ হাজার ৪৫০ জন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবির ভূমিদাতা কিশোরী লাল রায়ের শততম মৃত্যুবার্ষিকীতে ছাত্রদল নেতা রবিউলের উদ্যোগে প্রার্থনা সভা

বগুড়া প্রেস ক্লাবের নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

বগুড়ার শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা আরেফিন গ্রেফতার

বগুড়ায় ধর্ষণের মামলায় কৃষি কর্মকর্তা জেলহাজতে

সাত মাস পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু

বগুড়ার শিবগঞ্জে আ’লীগের সাবেক সভাপতি আজিজুলের চার বছর কারাদন্ড