ভিডিও বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

মাদরাসা বোর্ডে পাসের হার ৬৮.০৯ শতাংশ

মাদরাসা বোর্ডে পাসের হার ৬৮.০৯ শতাংশ, ছবি: সংগৃহীত।

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার গড় পাসের হার ৬৮.৪৫ শতাংশ। ২০২৪ সালে পাসের হার ছিল ৮৩.০৪ শতাংশ। এর মধ্যে শুধুমাত্র মাদরাসা বোর্ডের পাসের হার ৬৮.০৯ শতাংশ।

আজ (বৃহস্পতিবার) দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড একযোগে ফল প্রকাশ করেছে। মাদরাসা বোর্ডের ফলাফলে দেখা যায়, এই বোর্ড থেকে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ লাখ ৮৬ হাজার ৫৭২ জন। এরমধ্যে এক লাখ ৪৭ হাজার ২৫২ জন ছাত্র ও এক লাখ ৩৯ হাজার ৩২০ জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেন। পাস করেছেন মোট ১ লাখ ৯৫ হাজার ১১৫ জন পরীক্ষার্থী। যার মধ্যে ছাত্র ৯৬ হাজার ৯৩৫ জন ও ছাত্রী ৯৮ হাজার ১৮০ জন।

মাদরাসা বোর্ডে পাসের হার ৬৮.০৯ শতাংশ। ছাত্রদের পাসের হার ৬৫.৮৩ শতাংশ ও ছাত্রীদের পাসের হার ৭০.৪৭ শতাংশ। এবার মাদরাসা বোর্ড থেকে মোট জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৬৬ জন পরীক্ষার্থী। ছাত্রদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৮৮৭ জন ও ছাত্রীদের মধ্যে পেয়েছেন ৪ হাজার ১৭৯ জন। মাদরাসা বোর্ডের ৯ হাজার ৬৮টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবার এসএসসি ও সমমনা পরীক্ষায় অংশগ্রহণ করে। যার মধ্যে কেন্দ্রের সংখ্যা ছিল ৭২৫টি।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া প্রেস ক্লাবের নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

বগুড়ার শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা আরেফিন গ্রেফতার

বগুড়ায় ধর্ষণের মামলায় কৃষি কর্মকর্তা জেলহাজতে

সাত মাস পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু

বগুড়ার শিবগঞ্জে আ’লীগের সাবেক সভাপতি আজিজুলের চার বছর কারাদন্ড

পটুয়াখালীর ৪ প্রতিষ্ঠানের সবাই ফেল, মোবাইল বন্ধ প্রধান শিক্ষকদের