মুখ দিয়ে লিখে জিপিএ ৫ পেলেন লিতুন জিরা

যশোরের মনিরামপুর উপজেলার সাতনল খানপুর গ্রামের প্রভাষক হাবিবুর রহমান ও জাহানারা বেগম দম্পতির মেয়ে লিতুন জিরা। হাত-পা ছাড়া লিতুন জিরার জন্ম হয়েছিল। মুখ ও কনুই দিয়ে লিখে এসএসসি পরীক্ষা দিয়ে জিপিএ ৫ প্লাস পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে সে। সব বিষয়ে এ প্লাস পেয়েছে এই শিক্ষার্থী।
আজ বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য পাওয়া যায়।
ফলাফলে সন্তোষ প্রকাশ করে লিতুন জিরা জানান, তিনি আরও ভালোভাবে লেখাপড়া করে চিকিৎসক হতে চান।
আরও পড়ুনহাবিবুর রহমান ও জাহানারা বেগম দম্পতির দুই ছেলে-মেয়ের মধ্যে ছোট লিতুন জিরা। বড় ছেলে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। লিতুন জিরা পিইসি (প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা) ও জেএসসি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর, প্রাথমিকে বৃত্তি লাভ, শ্রেণির সেরা শিক্ষার্থীর পাশাপাশি সাংস্কৃতিক চর্চায়ও রেখেছে চমক জাগানো অবদান।
মন্তব্য করুন