ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চুরির ঘটনায় মামলা গ্রেফতার ৩

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁও পৌর শহরের হাসান এক্স-রে এন্ড ক্লিনিকের সামনে থেকে মোটরসাইকেল চুরির ঘটনায় মামলা দায়ের করা হয়। গত শুক্রবার সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ী গ্রামের মৃত হারুণ অর রশিদের ছেলে মো. আশরাফুল ইসলাম (২৮) সদর থানায় এ মামলাটি দায়ের করেন। পুলিশ তাৎক্ষণিক অভিযান শুরু করে এ ঘটনার সাথে জড়িত থাকায় ৩ জনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে।
গ্রেফতারকৃতরা হলো- ঠাকুরাগাঁও পৌর শহরের মুন্সিরপাড়া মহল্লার রিয়াদ হাসান মাসুদ (২৪), শাহপাড়া মহল্লার নুর আলম হৃদয় (২৮) ও পার্শ্ববর্তী পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সবুজপাড়া গ্রামের সজিব হোসেন সাজ্জাদ (২২)।
মামলার বিবরণে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর মামলার বাদি আশরাফুল ইসলাম প্রতিদিনের ন্যায় ঘটনার দিনও পৌর শহরের হাসান এক্সরে ক্লিনিক এন্ড প্যাথোলজির পেছনের গ্যারেজে তার হিরো স্পেলেন্ডার মডেলের মোটরসাইকেলটি সকালে রেখে কাজে চলে যান। সন্ধ্যায় অফিসের কাজ শেষে গ্যারেজে গিয়ে দেখেন তার মোটরসাইকেলটি চোরেরা নিয়ে গেছে। পরে তিনি ঠাকুরগাঁও সদর থানায় অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেন।
আরও পড়ুনমামলার পরপরই পুলিশের একটি টিম ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে এ মামলায় গ্রেফতারকৃত রিয়াদ হাসান মাসুদ ও নুর আলম হৃদয়কে শনাক্ত করে আটক করে জিজ্ঞাসাবাদে তারা চুরির কথা স্বীকার করে। তাদের দেওয়া তথ্য মতে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থেকে মামলার অপর আসামি সজিব হোসেন সাজ্জাদকে দেবীগঞ্জ থেকে মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়।
মন্তব্য করুন