ভিডিও সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

জয়পুরহাটের কালাই শিয়ালের কামড়ে একই গ্রামের আহত ১০

জয়পুরহাটের কালাই শিয়ালের কামড়ে একই গ্রামের আহত ১০

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : কালাইয়ে শিয়ালের কামড়ে যুবক ও বৃদ্ধসহ একই গ্রামের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কালাই পৌরশহরের সড়াইল মহল্লায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন-সড়াইল মহল্লার আব্দুর রশিদ (৫৫), আবু বক্কর সিদ্দিক (৬০), মোস্তাফিজুর রহমান (৩০), আতিক (২৫), সবুজ মিয়া (৩০), জান্নাতুন (৪৬), ববিতা খাতুন (১৪), মফিজুল (৪৮), আব্দুল আজিজ (৫৫)। আরও একজনের পরিচয় জানা যায়নি। আহতদের রাতেই কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সড়াইল মহল্লায় শিয়ালের কামড়ে আহত নারী জান্নাতুন কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে বলেন, রাতে একটি শিয়াল আমাদের মহল্লায় প্রবেশ করে যাকে দেখেছে তাকেই কামড় দেয়। এমনকি ঘরের ভেতরে ঢুকেও কামড় দেয় শিয়ালটি।

আরও পড়ুন

আমাদের বাড়ির পাশে আরও তিনজনকে কামড় দিয়েছে শিয়ালটি। আবার মসজিদ থেকে এশার নামাজ পড়ে মুসল্লিরা আসার পথে ওই শিয়াল পাঁচজনকে কামড় দিয়ে রক্তাক্ত করেছে। রাতেই তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহিঃবিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ফাহমিদা লিনা জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ভ্যাকসিন না থাকায় তাদের জেলা সদর হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে চিকিৎসকের মারধরে রোগী হাসপাতালে ভর্তি

বগুড়ার ধুনটে সরকারি জমি উদ্ধারে গিয়ে মবের শিকার ভূমি কর্মকর্তা

জরাজীর্ণ ঘরে সোনালী ব্যাংক তালোড়া শাখার কার্যক্রম চলছে

বগুড়ার শিবগঞ্জে ১৮ পিচ ইয়াবা ও হিরোইনসহ গ্রেফতার ৩

বগুড়ার কাহালুতে ভীমরুলের চাক পোড়াতে গিয়ে বাড়িতে আগুন

ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগণনা সরাসরি দেখা যাবে এলইডি স্ক্রিনে