ডাকসু নির্বাচন সমগ্র জাতির জন্য উদাহরণ সৃষ্টি করবে : উপাচার্য

ঢাবি প্রতিনিধি : দীর্ঘ বিরতির পর বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে সামনে রেখে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেছেন, “ডাকসু নির্বাচন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নয়, এটি সমগ্র জাতির জন্য একটি উদাহরণ হয়ে দাঁড়াবে।”
সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের একদিন আগে শিক্ষার্থীদের উদ্দেশে ভিডিও বার্তায় তিনি এ বক্তব্য দেন।
উপাচার্য বলেন, “আগামীকাল আমরা এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছি। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। শিক্ষার্থীরা গভীরভাবে ডাকসু নির্বাচন চেয়েছিল, আমরা সেই প্রত্যাশার বাস্তবায়নে কাজ করেছি। দেশের মানুষ এ নির্বাচনের দিকে তাকিয়ে আছে।”
তিনি জানান, এবারের নির্বাচনে প্রায় ৪০ হাজার শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করবেন। এর জন্য ৮টি কেন্দ্রে মোট ৮১০টি বুথ প্রস্তুত করা হয়েছে। নারী ভোটারদের জন্য আলাদা বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে।
ভোটের স্বচ্ছতা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশেষ প্রস্তুতি নিয়েছে বলে জানান ভিসি। তিনি বলেন, “নির্বাচনকে পরিচ্ছন্ন করার লক্ষ্যে ভোটকেন্দ্রগুলো হল থেকে সরিয়ে সমন্বিতভাবে সাজানো হয়েছে। প্রতিটি কেন্দ্রে ভোট গণনা সরাসরি মনিটরে প্রদর্শন করা হবে, যাতে সবাই প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে পারেন।”
আরও পড়ুননিরাপত্তার বিষয়ে তিনি বলেন, “নির্বাচন ঘিরে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শিক্ষার্থীরা যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন, সে ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।”
উপাচার্য আরো বলেন, “গণঅভ্যুত্থানের নৈতিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্য রেখে গণতান্ত্রিক চর্চাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, অন্যায়ের বিরুদ্ধে সমন্বিত প্রাতিষ্ঠানিক কণ্ঠস্বর তৈরি করা এবং গুরুত্বপূর্ণ মূল্যবোধকে ধারণ করাই আমাদের লক্ষ্য।”
তিনি আশা প্রকাশ করেন, ডাকসু নির্বাচন একটি শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও ইতিহাস সৃষ্টিকারী গণতান্ত্রিক চর্চায় রূপ নেবে, যা আগামী দিনের প্রজন্মের জন্য অনুপ্রেরণা হবে।
মন্তব্য করুন