দিনাজপুরের চিরিরবন্দরে ক্লুলেস মামলার রহস্য উদঘাটন, আটক ৩

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: চিরিরবন্দরে চালককে হত্যা করে অটোচার্জার ভ্যান নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ মোবাইলের কললিস্ট ধরে ৩ জনকে আটক করেছে। থানা সূত্রে জানা যায়, দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. মারুফাত হোসাইনের নির্দেশে সহকারী পুলিশ সুপার(সদর সার্কেল) মো. আব্দুল হালিম ও থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে চিরিরবন্দর থানা পুলিশ অভিযান চালিয়ে ৮ ঘন্টার কম সময়ের মধ্যে হত্যাকারীদের শনাক্ত করা হয়।
এ ঘটনায় পৃথক অভিযানে আসামি মাসুদ হোসেনকে বড় হাশিমপুর তার শ্বশুরবাড়ি থেকে, মোফাজ্জল হোসেন বাবু ও মমিনুল ইসলাম মোমিনকে দগরবাড়ি এলাকা থেকে আটক করা হয়। অভিযানে অটোচার্জার ও ব্যাটারি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে তারা হত্যার কথা স্বীকার করেছে বলে জানা গেছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুনএরআগে গতকাল রোববার দুপুরে অটোচালক ফজলে রাব্বীর মরদেহ উপজেলার বিন্যাকুড়ি তালদিঘীর পাড় এলাকা থেকে উদ্ধার করা হলে তার চাচা বাদি হয়ে চিরিরবন্দর থানায় মামলা করেন। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে আসামিদের আটক করে।
মন্তব্য করুন