ভিডিও মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে জয়পুরহাটের দেবীপুর বাইপাস সড়ক

সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে জয়পুরহাটের দেবীপুর বাইপাস সড়ক

জয়পুরহাট জেলা প্রতিনিধি : দীর্ঘদিন থেকে সংস্কার না করায় দেবীপুর বাইপাস সড়কটি চলাচলের অযোগ্য হয়ে মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। সড়কজুড়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। সামান্য বৃষ্টিতেই সেই গর্তগুলো পানিতে ভরাট হয়ে পরিণত হয় মরণফাঁদে। গর্তের কারণে ঝুঁকি নিয়ে চলাচল করছে ভারি যানবাহন। ফলে দুর্ঘটনার পাশাপাশি প্রায়ই বিকল হয়ে পড়ছে যানবাহন। সড়কজুড়ে খানাখন্দের কারণে চলতে পারছে না অটোরিকশাসহ ছোট ছোট যানবাহন। এতে চরমদুর্ভোগে পড়েছেন পথচারী ও স্থানীয় লোকজন।

জয়পুরহাট-আক্কেলপুর সড়কের পশ্চিম দিকে তেঘর রেলঘুন্টি পর্যন্ত প্রায় এক কিলোমিটার অংশ জুড়েই পিচ ও খোয়া উঠে দীর্ঘদিন থেকে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। পুরো সড়কটি নষ্ট হয়ে গেলেও পৌরসভার পক্ষ থেকে কোন উদ্যোগ না নেয়ায় বৃষ্টির সামান্য পানিতে কর্দমাক্ত থাকে। স্থানীয়দের দাবি, তারা নিয়মিত পৌরকর পরিশোধ করলেও এলাকার রাস্তা-ঘাট উন্নয়নে পৌরসভা কোন ভূমিকাই রাখছে না। তারা শুধু সড়ক সংস্কারের মিথ্যা আশ্বাসই দিয়ে যাচ্ছে।

স্থানীয়রা জানান, শহরে যানবাহনের চাপ কমাতে দক্ষিণাঞ্চলের যানবাহনগুলো দেবীপুরের এই বাইপাস সড়ক পথে শহর ক্রস করে খুব সহজে নওগাঁ ধামুরহাট এবং রাজশাহীসহ অন্যান্য অঞ্চলে যাতায়াত করে। এছাড়া প্রতি সপ্তাহের শনিবার জয়পুরহাট শহরের নতুনহাটে এ অঞ্চলের সবচেয়ে বড় গরুর হাট বসে। ওই হাটের শত শত গরুবোঝাই ট্রাক এই পথে নওগাঁ রাজশাহী ও বগুড়ায় যাতায়াত করে। সড়কটি চলাচল অনুপযোগী হয়ে পড়ায় জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করছে এলাকাবাসী।

আরও পড়ুন

জয়পুরহাট শহরের মসজিদ মার্কেটের ইলেকট্রনিক্স ব্যবসায়ী দেবীপুর মহল্লার মাহবুব আলম আলাল বলেন, সংস্কার না করে দীর্ঘদিন ধরে ফেলে রাখা হয়েছে দেবীপুর বাইপাস সড়ক। সংস্কারের জন্য পৌরসভায় একাধিকবার ধর্ণা দিয়েও কোন কাজ হয়নি। শুধু আশ্বাসই পেয়েছি। অথচ সড়কটির যে অবস্থা তাতে হেঁটে চলাচল করাও দায়।

জয়পুরহাট শহরের সিএনজিচালিত অটোরিকশা চালক খোকা মিয়া বলেন, সড়কটির বেহাল দশার কারণে শুধু অটোরিকশা নয় কোন অটোচালকই ওই সড়কে যাত্রী নিয়ে যেতে চান না। উঁচু-নিচুর কারণে ছোট যানবাহনগুলো সহজেই উল্টে যায়, ভয়ে কেউ যেতে চান না। জয়পুরহাট পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক সবুর আলী বলেন, ‘দেবীপুর বাইপাস সড়কটি সংস্কার করার জন্য ইতিমধ্যেই দরপত্র আহবান করা হয়েছে। আপাতত সড়কের বড়-বড় গর্তগুলো ভরাটের উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের নীলকুমর নদীর ওপর বাঁশের সাঁকো

বগুড়ায় হত্যা মামলার আসামি বাছেদ গ্রেফতার

সাক্ষরতার পাশাপাশি অক্ষরজ্ঞান ও পড়াশোনার দক্ষতা অর্জন করতে হবে : আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে বগুড়ার ডিসি

পরিবেশবাদী সংগঠন তীর’র আয়োজনে আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস পালন

রংপুরের সাবেক জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তার দুর্নীতি তদন্তে দুদক

বগুড়ার শিবগঞ্জে গাঁজাসহ আটক ২