ভিডিও মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

রংপুরের সাবেক জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তার দুর্নীতি তদন্তে দুদক

রংপুরের সাবেক জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তার দুর্নীতি তদন্তে দুদক

রংপুর প্রতিনিধি : রংপুরের সাবেক জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোতাহার হোসেনের দুর্নীতি তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুর্নীতি করে শত কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। দুদক রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক ফেরদৌস রায়হান বকসীকে তদন্তকারী কর্মকর্তার দায়িত্ব দেয়া হয়েছে। ইতোমধ্যে তদন্তকারী কর্মকর্তা ২০২৩-২৪ অর্থবছরে জেলা দুর্যোগ ও পুনর্বাসন কর্মকর্তার অফিসে এ সংক্রান্ত পত্র দিয়েছে বলে জানা গেছে।

ওই পত্রে বিভিন্ন অনাথ আশ্রম, এতিমখানা, বৃদ্ধাশ্রমের নামে জিআর চাল/গম/আটা/ঢেউটিন ইত্যাদি বরাদ্দকৃত নথির চাহিত রেকর্ডপত্র/তথ্যাদির সত্যায়িত কপি দুদক তদন্ত কর্মকর্তার কাছে সরবরাহের জন্য বলা হয়েছে। এ বিষয়ে তদন্ত কর্মকর্তার একটি পত্র গত ২১ আগস্ট তারিখের পৌঁছেছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

আরও পড়ুন

এ ব্যাপারে জেলা দুর্যোগ ও পুনর্বাসন কর্মকর্তা গোলাম কিবরিয়া জানান, সাবেক ডিআরও’র দায়িত্ব পালনকালীন কিছু নথি ও রেকর্ডপত্র চেয়ে আমাকে পত্র দিয়েছিল দুদক অফিস। আমরা তাদের চাহিদা অনুয়ায়ী নথি ও রেকর্ডপত্র সরবরাহ করেছি। বিষয়টি যেহেতু তদন্তাধীন এ নিয়ে তিনি আর কোন কথা বলতে রাজি হননি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের নীলকুমর নদীর ওপর বাঁশের সাঁকো

বগুড়ায় হত্যা মামলার আসামি বাছেদ গ্রেফতার

সাক্ষরতার পাশাপাশি অক্ষরজ্ঞান ও পড়াশোনার দক্ষতা অর্জন করতে হবে : আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে বগুড়ার ডিসি

পরিবেশবাদী সংগঠন তীর’র আয়োজনে আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস পালন

রংপুরের সাবেক জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তার দুর্নীতি তদন্তে দুদক

বগুড়ার শিবগঞ্জে গাঁজাসহ আটক ২