ভিডিও মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

পরিবেশবাদী সংগঠন তীর’র আয়োজনে আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস পালন

পরিবেশবাদী সংগঠন তীর’র আয়োজনে আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস পালন

শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন তীর’র আয়োজনে আজ সোমবার (৮ সেপ্টেম্বর) বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস পালন উপলক্ষ্যে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়। শকুন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিবেশবাদী সংগঠন ও বন বিভাগ যৌথভাবে বিপন্ন শকুন উদ্ধার, চিকিৎসা এবং পুনর্বাসনের মাধ্যমে শকুন সংরক্ষণে অনেক দিন থেকেই কাজ করে আসছে।

র‌্যালি শেষে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান শাহজাহান আলী, সভাপতি  আশা মণি। তারা বলেন, শকুনকে প্রকৃতির ঝাড়ুদ্বার বলা হয়। বড় ডানার বৃহদাকার এই পাখি তীক্ষ্ণ দৃষ্টির অধিকারী ও মৃত প্রাণি ভক্ষণকারী। শকুনই একমাত্র পাখি যারা রোগাক্রান্ত মৃত প্রাণি খেয়ে হজম করতে পারে এবং অ্যানথ্রাক্স, যক্ষ্মা, ক্ষুরারোগের সংক্রমণ থেকে জীবকূলকে রক্ষা করে। তবে বর্তমানে এই প্রাণি প্রায় বিলুপ্তির  পথে।

আরও পড়ুন

তারা আরও বলেন, বন বিভাগের তথ্যানুযায়ী, স্বাধীনতার আগে বাংলাদেশে প্রায় ৫০ হাজারের বেশি শকুন ছিল। বন বিভাগ ও ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন)-এর ২০২৩ সালের শুমারিতে ২৬৭টি শকুনের অস্তিত্ব পাওয়া যায়। এই সময় উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর শওকত আলম মীর, উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল ওয়াহেদ সরকার, শিক্ষক পরিষদের সম্পাদক টিপু সুলতানসহ তীরের সদস্যবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের নীলকুমর নদীর ওপর বাঁশের সাঁকো

বগুড়ায় হত্যা মামলার আসামি বাছেদ গ্রেফতার

সাক্ষরতার পাশাপাশি অক্ষরজ্ঞান ও পড়াশোনার দক্ষতা অর্জন করতে হবে : আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে বগুড়ার ডিসি

পরিবেশবাদী সংগঠন তীর’র আয়োজনে আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস পালন

রংপুরের সাবেক জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তার দুর্নীতি তদন্তে দুদক

বগুড়ার শিবগঞ্জে গাঁজাসহ আটক ২