পাবনার চাটমোহরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

চাটমোহর (পাবনা) প্রতিনিধি: ঢাকা-রাজশাহী রেলপথের চাটমোহরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধ (৫৫) নিহত হয়েছেন। তিনি রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন বলে জানা গেছে।
সিরাজগঞ্জ জিআরপি থানার পুলিশ খবর পেয়ে শনিবার সকালে লাশ উদ্ধার করে নিয়ে গেছে। স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে বামনগ্রাম এলাকায় ওই ব্যক্তি ঘোরাফেরা করছিল। অনেকে তাকে দেখে মানসিক ভারসাম্যহীন আবার অনেকে ভিক্ষুক ধারণা করছিল।
আরও পড়ুনসন্ধ্যার দিকে তিনি রেললাইন ধরে হাঁটার সময় রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নিহত হন। ঘটনার সত্যতা নিশ্চিত করে সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল উদ্দিন জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি।
মন্তব্য করুন