ভিডিও মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

ডাকসু নির্বাচন: শারীরিক শিক্ষা কেন্দ্রে দুই পক্ষের মধ্যে উত্তেজনা

ডাকসু নির্বাচন: শারীরিক শিক্ষা কেন্দ্রে দুই পক্ষের মধ্যে উত্তেজনা, ছবি: সংগৃহীত।

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শারীরিক শিক্ষা কেন্দ্রে প্রার্থীদের দুই পক্ষের মধ্যে হঠাৎ উত্তেজনার সৃষ্টি হয়েছে। সকাল থেকেই ভোটগ্রহণ চলাকালে কেন্দ্রের ভেতরে ও বাইরে পাল্টাপাল্টি অভিযোগ তুলে একে অপরের বিরুদ্ধে অবস্থান নেন তারা। পরিস্থিতি জটিল হয়ে উঠলে প্রক্টরিয়াল টিম ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

সরেজমিনে জানা যায়, কয়েকজন প্রার্থী কেন্দ্রের লাইনে দাঁড়ানো ভোটারদের কাছে ভোট চাইছিলেন। এসময় আরেক পক্ষ বিষয়টি নিয়ে প্রতিবাদ জানালে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা দেখা দেয়। তবে অভিযুক্তরা দাবি করেন, তারা কেন্দ্র থেকে প্রায় ১০০ গজ দূরে থেকে ভোট চাইছিলেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সতর্ক করে জানান, কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে কোনো ধরনের প্রচারণা বা ভোট প্রার্থনা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, কেন্দ্রের ভেতরে শিক্ষার্থীদের লাইনে শৃঙ্খলা না মানায় কিছুটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়। অনেক ভোটার সঠিকভাবে লাইনে দাঁড়াতে না চাওয়ায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের হিমশিম খেতে হয়। পরে পরিস্থিতি সামাল দিতে শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেন কর্তৃপক্ষ।

আরও পড়ুন

আজ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ক্যাম্পাসের ৮টি কেন্দ্রে ভোটগ্রহণ চলবে। ডাকসুর জন্য ভোটারদের ব্যবহার করতে হচ্ছে পাঁচ পাতার ব্যালট এবং হল সংসদের জন্য এক পাতার ব্যালট। সব মিলিয়ে একজন ভোটারকে মোট ছয় পাতার ব্যালটে ভোট দিতে হচ্ছে।

এবার ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। পাশাপাশি ১৮টি হল সংসদে ১৩টি করে মোট ২৩৪টি পদের বিপরীতে লড়ছেন ১ হাজার ৩৫ জন প্রার্থী। ফলে একজন ভোটারকে ডাকসু ও হল সংসদ মিলিয়ে মোট ৪১টি ভোট প্রদান করতে হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেল ৩টা পর্যন্ত ৭০ শতাংশ ভোট পড়েছে: ঢাবি উপাচার্য

দুর্গাপূজা উপলক্ষে ভোমরা স্থলবন্দরে ৫ দিন আমদানি-রপ্তানি বন্ধ

নারায়ণগঞ্জে গণপিটুনিতে ‘ডাকাত’ নিহত

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মিরসরাইয়ের যুবক নিহত

ঝালকাঠিতে এসএ পরিবহনের অফিস থেকে ম্যানেজারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩