ভিডিও মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই ভোটকেন্দ্রে প্রবেশ: ভিপি প্রার্থী আবিদুল

রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই ভোটকেন্দ্রে প্রবেশ: ভিপি প্রার্থী আবিদুল, ছবি: সংগৃহীত।

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নিয়ম ভঙ্গ করে ভোটকেন্দ্রে প্রবেশের অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রদল প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান। তিনি দাবি করেছেন, রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই তিনি ভোটকেন্দ্রে ঢুকেছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোটকেন্দ্রে প্রবেশের ঘটনাকে ঘিরে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে। তবে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আবিদুল ইসলাম খান বলেন, “আমি কোনো নিয়ম ভঙ্গ করিনি। রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই প্রবেশ করেছি। আমি চাই এই নির্বাচনকে আমরা উৎসবমুখর পরিবেশে উদযাপন করি, অভিযোগের রাজনীতিতে না যাই।”

তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রার্থীদের জন্য আলাদা কোনো প্রবেশ কার্ড সরবরাহ করেনি। এ কারণে প্রথমদিকে মেয়েদের হলকেন্দ্রে প্রবেশ করতে গিয়ে তাকে সমস্যায় পড়তে হয়। পরে রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে তিনি ভোটকেন্দ্রে প্রবেশ করেন।

আরও পড়ুন

ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, “আমি চাই শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে ভোট দিক। আমার উদ্দেশ্য কোনো নেতিবাচক পরিস্থিতি সৃষ্টি করা নয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে নির্বাচন আশা করেছিলাম, তা হয়নি: আবিদুল

মুন্সিগঞ্জের সাবেক এমপি ফয়সাল বিপ্লব ৭ দিনের রিমান্ডে

থুতুকাণ্ডের জন্য এবার এমএলএসে তিন ম্যাচ নিষিদ্ধ সুয়ারেজ

সিরাজগঞ্জের তাড়াশে বিদ্যুতের আগুনে দুই দোকান ভস্মীভূত

ডাকসু নির্বাচনের ভোট গণনা চলছে

মৌলভীবাজারে যুবককে গলা কেটে হত্যা