সিরাজগঞ্জের তাড়াশে বিদ্যুতের আগুনে দুই দোকান ভস্মীভূত

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নাদোসৈয়দপুর বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে ২টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার মাগুরা নাদোসৈয়দপুর বাজার এলাকার মো. আব্দুল মালেকের জুতার দোকান ও মো. আবুল হোসেনের পানের দোকানে ঘটনাটি ঘটে।
তাড়াশ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মোহাম্মদ মনজুরুল আলম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। খবর পেয়েই ফায়ার সার্ভিস স্টেশনের ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভায়। এতে দোকানে থাকা বিভিন্ন মালামাল পুড়ে যায় এবং ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুনমন্তব্য করুন