ভিডিও বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

নেপালের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ সরকার

নেপালের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ সরকার

বাংলাদেশ সরকার নেপালের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। মর্মান্তিক প্রাণহানির জন্য আন্তরিক সমবেদনা প্রকাশ করছে বাংলাদেশ, নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সহানুভূতি জানাচ্ছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছে।

বাংলাদেশ আশা করে যে, সব পক্ষ সর্বোচ্চ সংযম প্রদর্শন করবে এবং যেকোনো মতপার্থক্য নিরসনের জন্য শান্তিপূর্ণ ও গঠনমূলক সংলাপে অংশগ্রহণ করবে।

নেপালের দীর্ঘস্থায়ী বন্ধু এবং প্রতিবেশী হিসেবে, বাংলাদেশ নেপালের স্থিতিশীল জনগণের শান্তি পুনরুদ্ধার এবং স্থিতিশীলতা নিশ্চিত করার ক্ষমতার উপর আস্থা রাখে।

আরও পড়ুন

প্রসঙ্গত, নেপালে টানা বিক্ষোভের মধ্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। রাজধানী কাঠমান্ডুতে পার্লামেন্ট প্রাঙ্গণে ঢুকে সেখানে একটি ভবনে আগুন ধরিয়ে দিয়েছেন জেন জি প্রজন্মের তরুণ বিক্ষোভকারীরা। এ সময় পার্লামেন্ট প্রাঙ্গণ থেকে ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠতে দেখা যায়। প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বিক্ষোভকারীরা পার্লামেন্ট প্রাঙ্গণের ভবনে আগুন ধরালেও, মূল পার্লামেন্ট ভবন অক্ষত রয়েছে।

ঘটনার কয়েক মিনিট আগে দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করেন। তার আগে বিক্ষোভকারীরা অলির ভক্তপুরের বাসভবনসহ কয়েকজন শীর্ষ নেতার বাড়িতে আগুন দেন। প্রত্যক্ষদর্শীরা জানান, হাজারো বিক্ষোভকারী স্লোগান দিতে দিতে পার্লামেন্ট চত্বরে ঢুকে পড়ে। তারা ধূসর ও কালো ধোঁয়ায় আচ্ছন্ন ভবনে ভাঙচুর চালায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ, আমি বরাবরই আপনাদের ভালোবাসায় ঋণী- ছাত্রদল প্রার্থী হামীম

‘পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম’-আবিদুল ইসলাম খান

৫ কেন্দ্রের ফলাফলে বিপুল ভোটে এগিয়ে সাদিক কায়েম

সুফিয়া কামাল হলে সাদিক কায়েম ১২৭০, উমামা ৫৪৭

অমর একুশে হলে সাদিক কায়েম পেয়েছেন ৬৪৪ ভোট, আবিদ ১৪১

উৎসবমুখর পরিবেশে ডাকসুর ভোটগ্রহণ শেষে চলছে গণনা, ফল ঘোষণায় বিলম্ব