ভিডিও মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

মুন্সিগঞ্জের সাবেক এমপি ফয়সাল বিপ্লব ৭ দিনের রিমান্ডে

মুন্সিগঞ্জের সাবেক এমপি ফয়সাল বিপ্লব ৭ দিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায়, মুন্সিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে আবারও সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  

আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নং-১ এর বিচারক মানিক দাস এ আদেশ দেন।

২০২৪ সালের ৪ আগস্ট মুন্সিগঞ্জ শহরে ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশের উপস্থিতিতেই আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা চালান বলে অভিযোগ ওঠে। 

এতে ঘটনার দিন গুলিবিদ্ধ হয়ে, সজল মোল্লা, রিয়াজুল ফরাজী ও নূর মোহাম্মদ নামের তিনজন নিহত হন। আহত হন শতাধিক মানুষ। 

ঘটনার পর মুন্সিগঞ্জ সদর থানায় তিনটি হত্যা ও একাধিক হত্যাচেষ্টার মামলা হয়। প্রতিটি মামলায় ‘হুকুমের আসামি’ হিসেবে মোহাম্মদ ফয়সালের নাম উল্লেখ করা হয়। আজ মঙ্গলবার রিয়াজুল হত্যা মামলার আসামি হিসেবে গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে তোলা হয়।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করে জয়ী হয়েছিলেন মোহাম্মদ ফয়সাল। তিনি মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মহিউদ্দিনের ছেলে।

মুন্সিগঞ্জের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট হালিম হোসেন বলেন, ২০২৪ সালের ৪ আগস্ট মুন্সিগঞ্জে জুলাই-আগস্ট আন্দোলনে ছাত্র-জনতার উপর যে হত্যাকাণ্ড ও হত্যাযজ্ঞ সংঘটিত হয়, তার মূল আসামি আজকের এই অভিযুক্ত ব্যক্তি। 

আরও পড়ুন

তার নেতৃত্বে, তার নির্দেশে ও তার পরিকল্পনায় এসব হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তিনি আরও বলেন, আজ তাকে গ্রেফতার করার পর একটি মামলায় ইতিমধ্যে রিমান্ডে নেওয়া হয়েছে। 

তবে তিনি যে তথ্য দিয়েছেন, তা রাষ্ট্রপক্ষের জন্য যথেষ্ট নয়। তিনি অনেক প্রশ্ন এড়িয়ে গেছেন। 

রিয়াজুল ফরাজী হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তা ১০ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। রাষ্ট্রপক্ষ থেকে সেই ১০ দিনের রিমান্ডের পক্ষে শুনানি করা হয়। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আপাতত রাষ্ট্রপক্ষ এতে সন্তুষ্ট।

এদিকে আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বলেন,আমরা আদালতের কাছে রিমান্ড বাতিল করার জন্য আবেদন করেছিলাম। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আমরা ডিভিশনের জন্য প্রার্থনা করেছি। আদালত বলেছে কারা কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার জন্য বলে দিয়েছে।

আসামি পক্ষের আরেক আইনজীবী অ্যাডভোকেট শাহিন মো. আমান উল্লাহ বলেন, ঘটনার দিন, তারিখ সময়ে ফয়সাল বিপ্লব কোথায় ছিল মোবাইল ট্র্যাকিং করলেই বোঝা যাবে সে জড়িত কিনা। রিমান্ডের বিপক্ষে আমরা যুক্তিতর্ক উপস্থাপন করছি। আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এর আগে গত চলতি বছরের ২২ জুন রাজধানীর মনিপুরীপাড়া এলাকা থেকে মোহাম্মদ ফয়সালকে গ্রেফতার করে পুলিশ। ২০২৩ সালের ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের আদেশে কারাগারে পাঠানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ সরকার

এশিয়া কাপে দুর্দান্ত শুরু আফগানিস্তানের, আতাল-আজমাতুল্লাহর ব্যাটে ১৮৮ রান

ঢাবির প্রবেশমুখে উৎসুক জনতাকে ভিড় না করার অনুরোধ ডিএমপির

লালমনিরহাটে গাছের নিচে চাপা পড়ে রিকশাচালকের মৃত্যু

ডাকসুর ফল ঘোষণা ঘিরে ক্যাম্পাস থমথমে, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

পাবনার চাটমোহরে ট্রান্সফরমার চুরির প্রতিবাদে বিক্ষুব্ধ কৃষকদের পল্লীবিদ্যুৎ অফিস ঘেরাও