ভিডিও বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

নতুন মাইলফলক স্পর্শ রোনালদোর, হাল্যান্ডের ৫ গোল

নতুন মাইলফলক স্পর্শ রোনালদোর, হাল্যান্ডের ৫ গোল, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ বাছাইয়ে ইউরোপ অঞ্চলে ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য গতকালকের রাতটা ছিল মনে রাখার মতো। গোলের আরও একটি মাইলফলক স্পর্শ করেছেন পর্তুগিজ যুবরাজ। তার স্মরণীয় দিনটিতে হাঙ্গেরিকে ৩-২ গোলে হারিয়েছে পর্তুগালও। পর্তুগিজ স্ট্রাইকার পর্তুগালের হয়ে বিশ্বকাপ বাছাইয়ের ৩৯তম গোলটি করেছেন, যা বাছাইয়ে যৌথ সর্বোচ্চ। তিনি পাশে বসেছেন গুয়াতেমালার কার্লোস রুইজের। ৪০ বছর বয়সী পর্তুগিজ তারকার এখন আন্তর্জাতিক গোল সংখ্যা ১৪১।

পুস্কাস অ্যারেনায় তার মাইলফলক স্পর্শ করা গোলটি আসে পেনাল্টি থেকে ৫৮ মিনিটে। ২১ মিনিটে ভার্গার গোলে এগিয়ে গিয়েছিল হাঙ্গেরি। ৩৬ মিনিটে পর্তুগাল বের্নার্দো সিলভার গোলে সমতা ফেরায়। রোনালদোর গোলের পর ৮৪ মিনিটে ভার্গা আবার হাঙ্গেরির স্কোর ২-২ করেছিলেন। তাতে দলটার একটি পয়েন্ট প্রাপ্তির সম্ভাবনা জোরালো হয়ে ওঠে। কিন্তু দুই মিনিট বাদে গোল করে পর্তুগালকে নাটকীয় এক জয় এনে দেন কান্সেলো। এই জয়ে এফ গ্রুপে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে পর্তুগাল।  

বাছাইয়ে স্মরণীয় রাত কাটিয়েছেন নরওয়ের আর্লিং হাল্যান্ডও। মলদোভার বিপক্ষে একাই পাঁচ গোল করেছেন তিনি। বদলি থেলো অ্যাসগ্যার্ডও কম ছিলেন না। তিনি জাল কাঁপিয়েছেন চারবার। দুজনের গোল উৎসবে ১১-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে নরওয়ে। তাতে ১৯৯৮ সালের পর বিশ্বকাপের মূল পর্বে খেলার পথে আরও বড় এক ধাপ এগিয়েছে তারা। আই গ্রুপে ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান তাদের। দুইয়ে থাকা ইতালির চেয়ে পয়েন্ট ব্যবধান ৬।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক বৃহস্পতিবার

ঠাকুরগাঁওয়ে ঝুঁকিপূর্ণ রামদাড়া সেতু

দু’দিন বন্ধ থাকার পর নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর পুনরায় চালু

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিষিদ্ধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ!

যে কথা হয়নি বলা পপি’র, শুভ জন্মদিন