ভিডিও বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

বার্সা’র ক্লাব নির্বাচনে মেসির অংশ নেয়ার গুঞ্জন

বার্সা’র ক্লাব নির্বাচনে মেসির অংশ নেয়ার গুঞ্জন, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি তার ক্যারিয়ারের শেষ প্রান্তে চলে এলেও এবার তিনি মাঠের বাইরের নতুন এক লড়াইয়ে নামতে চলেছেন। স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছে, তিনি স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনার আসন্ন নির্বাচনে কোনোভাবে অংশ নিতে পারেন। তার এই অংশগ্রহণ প্রত্যক্ষ নাকি পরোক্ষ হবে, তা এখনো নিশ্চিত নয়।

আগামী বছর বার্সেলোনায় নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমান সভাপতি হোয়ান লাপোর্তা আবারও প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে যাচ্ছেন। তবে স্প্যানিশ গণমাধ্যম এসইআর জানিয়েছে যে, মেসির সম্পৃক্ততা লাপোর্তার জন্য অনুকূল নাও হতে পারে। চতুর্থ মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে চাওয়া লাপোর্তার জয় সহজ হবে না, কারণ ক্লাবের সাবেক তারকা এবং ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় মেসির সঙ্গে তার সম্পর্ক ভালো নয়। ২০২১ সালে নির্বাচনে জিতে লাপোর্তা মেসিকে ক্লাবে রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু আর্থিক সংকটের অজুহাতে সেই চুক্তি ভেস্তে যায়। তখন মেসি প্যারিস সেইন্ট-জার্মেইঁতে যোগ দেন। মেসি ও তার পরিবার এটিকে এক ধরনের ‘বিশ্বাসঘাতকতা’ হিসেবে দেখেছিলেন, যার পর থেকে তাদের সম্পর্ক শীতল হয়ে আছে।

স্প্যানিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নির্বাচনকে সামনে রেখে বার্সেলোনা থেকে মেসির সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তবে তা লাপোর্তার শিবির থেকে নয়। যদি মেসি অন্য কোনো প্রার্থীকে সমর্থন দেন, তাহলে নির্বাচনের ফলাফলে বড় প্রভাব পড়তে পারে। আগামী নির্বাচনে লাপোর্তার বিপক্ষে ভিক্টর ফন্ট এবং জোয়ান কামপ্রুবি প্রার্থী হতে পারেন। বার্সেলোনার ডাবল জয়ের মৌসুমের পরও লাপোর্তার জয় এখনো নিশ্চিত নয়। আর মেসির মতো একজন কিংবদন্তি যদি বিপক্ষে অবস্থান নেন, তাহলে তার জয় আরও কঠিন হয়ে পড়বে। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিষিদ্ধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ!

যে কথা হয়নি বলা পপি’র, শুভ জন্মদিন

কাতারে ইসরায়েলি সামরিক আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের কড়া নিন্দা

কার সঙ্গে কার বিয়ে হবে এটা কি পূর্বনির্ধারিত, নাকি কর্মের ফল?

জামালপুরে শিশু ধর্ষণের ২০ বছর পর দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড