ভিডিও বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

নিজ মাকে গলা কেটে হত্যা করল ছেলে

নিজ মাকে গলা কেটে হত্যা করল ছেলে, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়নের মান্দারটা গ্রামে ছেলের হাতে মায়ের মর্মান্তিক মৃত্যুর হয়েছে। পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে আপন ছেলে রবি চন্দ্র ভদ্র (৪২) নিজের মা করুনা রানী ভদ্রকে (৬২) গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে।

জানা গেছে, মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে পারিবারিক কলহের এক পর্যায়ে মা-ছেলের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে রবি চন্দ্র ভদ্র ধারালো বটি দিয়ে বসতঘরের ভেতরেই মায়ের গলায় কোপ দেয়। এতে ঘটনাস্থলেই করুনা রানী ভদ্রের মৃত্যু হয়। হত্যাকাণ্ডের পর অভিযুক্ত ছেলে পালিয়ে যায়। নিহত করুনা রানী ভদ্র মৃত ফটিক চন্দ্র ভদ্রের স্ত্রী।

আরও পড়ুন

এলাকাবাসী জানায়, পরিবারে দীর্ঘদিন ধরে আর্থিক বিষয় নিয়ে মা-ছেলের মধ্যে দ্বন্দ্ব চলছিল। সেই বিরোধের জেরেই এ মর্মান্তিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এআরএম আল মামুন জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে এবং অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গরু কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসাছাত্র নিহত

মহেশখালীতে মধ্যরাতে টহলটিমে দুর্বৃত্তদের গুলি, পুলিশসহ আহত ৩

মেডিকেল কলেজে শিক্ষক সংকট নিরসনে কিছু অবসরপ্রাপ্তদের পুনরায় নিয়োগ করা হবে: প্রেস সচিব।

কুমিল্লায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

হংকংয়ের বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

‘অপু বিশ্বাসকে তামান্নার মতো লাগে’